লেভারকুসেন ছাড়ছেন আলোনসো, গন্তব্য রিয়াল!

শেষ পর্যন্ত মৌসুম শেষে বায়ার লেভারকুসেনের কোচের দায়িত্ব ছাড়ছেন জাবি আলোনসো। এরপর রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাবটির সাবেক এই ফুটবলার। এমনটাই জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।

৪৩ বছর বয়সী আলোনসোকে খুব শিগগিরই রিয়ালে কোচ হিসেবে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিবিসি স্পোর্টের বিশ্লেষক এবং স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগ। তবে ঠিক কবে এই ঘোষণা আসতে পারে, তা নিশ্চিত করে জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

গত মৌসুমেই আলোনসো প্রথমবারের মতো পূর্ণ সময়ের জন্য সিনিয়র ক্লাব কোচ লুভারকুসেনের দায়িত্ব নেন আলোনসো। দায়িত্ব নিয়েই অভাবনীয় সাফল্য অর্জন করেন। লেভারকুসেনকে জার্মান বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন করেন এবং একই সঙ্গে জিতিয়েছেন জার্মান কাপও।

শুক্রবার এক ঘোষণায় আলোনসো বলেন, 'এই সপ্তাহে ক্লাবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই দুটি ম্যাচই হবে লেভারকুসেনের কোচ হিসেবে আমার শেষ দুটি ম্যাচ। এখন ভবিষ্যৎ নিয়ে বেশি কিছু বলার সময় নয়, বরং রোববার আমাদের জন্য এবং কিছু খেলোয়াড়ের জন্য একটি সুন্দর বিদায় মুহূর্ত তৈরি করাটাই গুরুত্বপূর্ণ।'

'এই মুহূর্তটি উপভোগ করতে হবে মিশ্র আবেগ নিয়ে। আজ সকালে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অনেকের সঙ্গে কথা বলেছি—তারা আমাকে গত তিন বছরে দুর্দান্তভাবে সাহায্য করেছেন। এই স্টেডিয়ামে আমি অনেক আবেগঘন সময় কাটিয়েছি, এবং এখানে আমি যেভাবে গড়ে উঠেছি, সেটা আজীবনের স্মৃতি হয়ে থাকবে,' যোগ করেন এই স্প্যানিশ কোচ।

২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন স্পেন জাতীয় দলের সাবেক তারকা আলোনসো। এর আগে পাঁচ বছর লিভারপুলে এবং পরে ২০১৭ সালে বায়ার্ন মিউনিখে নিজের ক্যারিয়ার শেষ করেন তিনি।

গত বছর আলোনসোকে লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ—তার সাবেক তিনটি ক্লাবেই কোচ হিসেবে যুক্ত হওয়ার গুঞ্জন ছিল। তবে ২০২৪ সালের মার্চে তিনি জানান, তিনি লেভারকুসেনেই থাকতে চান। এপ্রিল মাসে লেভারকুসেনের সিইও ফের্নান্দো কারো বলেছিলেন, 'আলোনসো এখানে স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং পরবর্তী মৌসুমের পরিকল্পনাও করছেন।'

এদিকে, বিবিসি আরও জানিয়েছে—রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে আলোচনা চলছে, যা চূড়ান্ত হতে পারে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগেই।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

1h ago