ফুটবলে সবই সম্ভব: এখনও শিরোপা স্বপ্ন দেখছেন আনচেলত্তি

আর মাত্র একটি জয় পেলেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করবে বার্সেলোনা। যেখানে তাদের ম্যাচ বাকি রয়েছে তিনটি। তবে বার্সা এই তিনটি ম্যাচে হেরে গেলে শিরোপা ধরে রাখার সুযোগ থাকবে রিয়াল মাদ্রিদের সামনে। ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি এমন নাটকীয় কিছুর প্রত্যাশা করে বললেন, 'ফুটবলে সবই সম্ভব।'
আগের দিন বুধবার রাতে মায়োর্কার সঙ্গে হোঁচট খেতে খেতে শেষ দিকের গোলে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। তাতে অন্তত একদিন লড়াইয়ে টিকে রইল দলটি। আজ রাতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে তারা জয় পেলেই শিরোপা হারাতে হবে লস ব্ল্যাঙ্কোসদের। কারণ এক ম্যাচ বেশি খেলেও চার পয়েন্ট পিছিয়ে আছে তারা।
তবে নিজ দলের সামান্য সম্ভাবনাটুকুও এখনো টিকে থাকায় খুশি আনচেলত্তি, 'আমাদের কাজ হলো পরের ম্যাচগুলো জেতা এবং তারপর দেখা কী ঘটে। আজকের কাজ ছিল শিরোপা লড়াই থেকে ছিটকে না যাওয়া। বার্সা কাল (আজ রাতে) খেলবে, ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। তারা জিতলে আমরা অভিনন্দন জানাব, আর যদি না জেতে, তাহলে আমরা লড়াই চালিয়ে যাব।'
কষ্টার্জিত জয় পেলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলোত্তি, 'আমরা হার মানিনি, যদিও আমাদের ১২ জন খেলোয়াড় ইনজুরিতে ছিলো, যা খুবই বিরল ঘটনা। এই জয় এসেছে দলের ইতিবাচক মানসিকতা ও বিকল্প খেলোয়াড়দের ভালো পারফরম্যান্সের ফলে। আমি জীবনে খুব কমই দেখেছি কোনো দল ৪০ বার গোলের উদ্দেশে শট নেয়, আজ আমরা সেটা করেছি।'
'আমরা অনেক অনুপস্থিতিকে পুষিয়ে দিয়েছি মাঠে নামা প্রতিটি খেলোয়াড়ের অসাধারণ চেষ্টার মাধ্যমে। যদি মৌসুম জুড়ে আরও বেশি ম্যাচে আমরা এই মানসিকতা দেখাতে পারতাম, তাহলে হয়তো মৌসুমটা আরও ভালো হতো,' যোগ করেন এই ইতালিয়ান কোচ।
চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি। তবে তিনি জানান, ২৬ মে পর্যন্ত তার মনোযোগ থাকবে স্পেনেই, এরপর পাঁচবারের বিশ্বকাপজয়ীদের দায়িত্ব নিতে রিও ডি জেনেইরোতে উড়ে যাবেন তিনি।
'আমি যখনই সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের ডাগআউটে বসি, সবসময় তা আমার জন্য বিশেষ কিছু। আমি শান্তি ও আত্মতৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি, কারণ আমি আমার সাধ্যের মধ্যে যা সম্ভব ছিলো, তা করেছি। আমার দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে, আজকের ম্যাচেও তাই করেছি। আমরা নিজেদের কাজটা করে যাব, বাকি ম্যাচগুলো জয়ের চেষ্টা করব আর দেখব কী ঘটে। বার্সেলোনাকে হারতে হবে—কিন্তু ফুটবলে সবই সম্ভব। আমরা লড়াই চালিয়ে যাব,' বলেন এই কোচ।
Comments