লেভারকুসেনে আলোনসোর স্থলাভিষিক্ত হলেন টেন হাগ

বেশ কিছু দিন থেকেই গুঞ্জন ছিলো জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হতে কোচিংয়ে ফিরছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। দুই বছরের চুক্তিতে জার্মান ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন এই ডাচ কোচ।

লেভারকুসেনকে সাফল্যের চূড়ায় এনে গত রোববারই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে যোগ দেন আলোনসো। তখন থেকেই টেন হাগকে নিয়ে গুঞ্জন চাউর ছিল। ইউনাইটেড থেকে গত অক্টোবরে বিদায় নেওয়ার পর এটাই টেন হাগের প্রথম কোচিং দায়িত্ব।

ওল্ড ট্র্যাফোর্ডে দুই বছরের বেশি সময়ের মেয়াদে টেন হাগ ক্যারাবাও কাপ ও এফএ কাপ জিতে নেয়। তবে প্রিমিয়ার লিগে ইউনাইটেড যখন ১৪তম অবস্থানে ছিল, তখন তাকে বরখাস্ত করা হয়। ২০২২ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার আগে আয়াক্সের কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি।

লেভারকুসেনের স্পোর্টিং ডিরেক্টর সিমন রলফেস বলেন, 'এরিক টেন হাগকে আমরা এনেছি একজন অভিজ্ঞ কোচ হিসেবে, যার মাঠে সফলতার দৃষ্টান্ত রয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আয়াক্সের হয়ে তিনটি লিগ শিরোপা ও দুটি ঘরোয়া কাপ জিতে তিনি ডাচ ফুটবলে আধিপত্য বিস্তার করেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডেও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি কোচ হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।'

সাবেক লিভারপুল মিডফিল্ডার আলোনসোর অধীনে লেভারকুসেন ২০২৩-২৪ মৌসুমে লিগ ও কাপের ডাবল জেতে। তবে চলতি মৌসুমে তারা বুন্ডেসলিগায় রানার্সআপ হয়েছে দলটি। যেখানে তারা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে ছিলো।

১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাওয়া টেন হাগ বলেন, 'লেভারকুসেন জার্মানির অন্যতম সেরা ক্লাব এবং ইউরোপেরও শীর্ষ ক্লাবগুলোর মধ্যে একটি। গত কয়েক বছরে ক্লাব যেভাবে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছে, আমি তা এগিয়ে নিতে এসেছি। এই পরিবর্তনের সময়ে নতুন কিছু গড়ে তোলা এবং এক উচ্চাভিলাষী দল তৈরি করাটা আমার কাছে একটি আকর্ষণীয় চ্যালেঞ্জ।'

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

11h ago