চোট কাটিয়ে মেসির দ্রুত মাঠে ফেরার আশায় কোচ

ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও দুরন্ত ছন্দে থাকা লিওনেল মেসিকে বাধা দিল চোট। পেশির চোটের কারণে আপাতত কয়েকদিন খেলার বাইরে ছিটকে গেছেন তিনি। তবে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোর আশা দ্রুতই সেরে উঠবেন আর্জেন্টাইন তারকা।
শনিবার নেকাক্সার বিরুদ্ধে মায়ামির জয়ের ম্যাচে আর্জেন্টাইন এই স্ট্রাইকার ডান পায়ের উপরের অংশে পেশীতে চোট পান, মাশ্চেরানোর মতে এটি 'সামান্য পেশীর আঘাত'। মেসি এই চোট কাটিয়ে কবে খেলায় ফিরতে পারবেন না তা পরিষ্কার নয়। তবে তার সাবেক সতীর্থ ও বর্তমান কোচের আশা বেশি দেরি হবে না।
মাশ্চেরানো সাংবাদিকদের বলেন, 'খারাপ খবরের মধ্যে এটি একটি ভালো খবর। সে সাধারণত চোট থেকে খুব ভালোভাবে এবং দ্রুত সেরে ওঠে, তাই আমরা দেখব। তবে নিশ্চিতভাবে সে আগামীকালের ম্যাচে থাকছে না। এরপর আমরা দেখব সে কেমন অনুভব করে এবং তার অবস্থার কী উন্নতি হয়।'
মেজর লিগ সকারের (এমএলএস) এই মৌসুমে ১৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে মেসি। ইন্টার মায়ামিতে যোগদানের পর ২০২৩ সালে তিনি দলকে লিগস কাপের শিরোপা এনে দিয়েছিলেন।
এবার লিগস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর জন্য ইন্টার মায়ামির মেক্সিকান ক্লাব পুমা উনামের বিরুদ্ধে জয় দরকার। যা বাংলাদেশ সময় আগামীকাল ভোরে অনুষ্ঠিত হবে। মেসিকে ছাড়া যদি মায়ামি নকআউট পর্বে পৌঁছায়, তাহলে কোয়ার্টার-ফাইনালের আগে মেসির সেরে ওঠার জন্য দুই সপ্তাহ সময় থাকবে।
এমএলএসে মেসিদের পরের ম্যাচ আগামী রোববার, অরল্যান্ডোর বিপক্ষে।
Comments