ভারত সফর করে ক্রিকেট খেলবেন মেসি!

messi with cricket legend

ফুটবলের মহাতারকা লিওনেল মেসি সম্ভবত এ বছর ভারতের শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে একই মাঠে নামতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ডিসেম্বরে মুম্বাইয়ের বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন বিশ্বজয়ী এই আর্জেন্টাইন তারকা।

সাবেক বার্সেলোনা তারকা মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার কথা তার। আগামী ১৪ ডিসেম্বর তাকে একটি সেভেন-এ-সাইড ক্রিকেট ম্যাচে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গে মাঠে দেখা যেতে পারে।

জানা গেছে, এ বছর প্রচারমূলক সফরের অংশ হিসেবে মেসি ভারত সফরে আসছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুসারে, একটি সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ১৪ ডিসেম্বরের জন্য ঐতিহাসিক ওয়ানখেড়ে স্টেডিয়ামটি সংরক্ষিত রাখার অনুরোধ জানিয়েছে। এটি ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক বিরল ঘটনা হতে চলেছে।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, '১৪ ডিসেম্বর মেসি ওয়ানখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচও খেলতে পারেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা পুরো সূচি প্রকাশ করবে।'

২০২২ সালে আর্জেন্টিনার হয়ে ফিফা বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করা মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে আসতে পারেন। এই সফরে তার নয়াদিল্লি এবং কলকাতা যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

৩৮ বছর বয়সী মেসির ১৪ বছর পর ভারতে আসছেন। এর আগে ২০১১ সালে তিনি কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করে এবং ম্যাচের ৭০তম মিনিটে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।

Comments

The Daily Star  | English

Threat of fresh Rohingya influx looms as clashes erupt in Myanmar

Gunfire and explosions were heard late Friday night from villages across the border in Myanmar opposite Whykong union in Teknaf upazila of Cox’s Bazar. Residents, gripped by panic, reported that this was the most intense gunfire they had heard in months.

5h ago