লিটনরা তখনো ‘মজায় ছিলেন’, এখনো ‘মজায় আছেন’

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর লিটন দাস জানালেন, তারা সব সময়ই মজায় থাকেন, আগেও পরিস্থিতি ভিন্ন কিছু ছিল না।
Litton Das
সব সময়ই ফুরফুরে থাকে বাংলাদেশ দল, জানালেন লিটন দাস

ইংল্যান্ড সিরিজের আগে সাকিব আল হাসান-তামিম ইকবালের বিরোধের খবর বেরুনোর পর দলের আবহ নিয়ে তৈরি হয় সংশয়। টি-টোয়েন্টি দলে ফুরফুরে মেজাজ পাওয়া গেল ওয়ানডে দলে আড়ষ্টতার একটা গুঞ্জন পাওয়া যাচ্ছিল। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর লিটন দাস জানালেন, তারা সব সময়ই মজায় থাকেন, আগেও পরিস্থিতি ভিন্ন কিছু ছিল না।

সোমবার সিলেটে বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ফল বের হয়নি। তবে ব্যাটিং করে রেকর্ড পরিমাণ করে ফেলে বাংলাদেশ। চার ব্যাটারের ঝলকে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান তোলে স্বাগতিকরা। ৬০ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। জয় হাতছাড়া হলেও সিরিজে বাংলাদেশের দাপট যে স্পষ্ট তা বলার অপেক্ষা রাখে না।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ২০১৬ সালের পর থামে ঘরের মাঠে টানা ওয়ানডে জেতার ধারা। তবে জস বাটলারদের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে আবার টানা জয় শুরু। শেষ ওয়ানডে জেতার পর টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে লাল সবুজের প্রতিনিধিরা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও আসে প্রত্যাশিত বড় জয়।

সোমবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর গণমাধ্যমে কথা বলতে এসে বিভিন্ন প্রশ্নের জবাব দেন লিটন। তারমধ্যে একটি ছিল দলের আবহ কেন্দ্রিক। টানা চার পাঁচ ম্যাচ জেতার পর ড্রেসিংরুমে কোন বদল এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ' না (ভিন্ন কিছু নয়), সবাই উপভোগ করছে, সবাই মজায় আছে।' আগেও মজায় ছিলেন? প্রশ্নে হেসে লিটনের জবাব,  'হ্যাঁ আগেও মজায় ছিল (হাসি)।'

বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে ম্যাচটি জিততে হবে। আবার বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলেও অবশ্য সিরিজ বাংলাদেশেরই থাকবে।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

1h ago