এক নম্বর অগ্রাধিকার হচ্ছে দেশের হয়ে খেলা: আইপিএল ইস্যুতে হাথুরুসিংহে

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামলে কলকাতা। তবে এই ম্যাচ থেকে সাকিব-লিটনের খেলা সম্ভব না। কারণ ৪ এপ্রিল থেকে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নামবে বাংলাদেশ। সাকিব টেস্ট দলের অধিনায়ক আর লিটন সহ-অধিনায়ক।
Shakib Al Hasan & Chandika Hathurusingha
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলাপ করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং পরে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ না খেলে পুরো আইপিএলে থাকতে চেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু বিসিবি তাদের সেই চাওয়ায় সায় দেয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই তবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে হবে দুই তারকাকে। আইপিএলের বাস্তবতা স্বীকার করলেও বিসিবির এই অবস্থানে জোর সমর্থন দিচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামলে কলকাতা। তবে এই ম্যাচ থেকে সাকিব-লিটনের খেলা সম্ভব না। কারণ ৪ এপ্রিল থেকে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নামবে বাংলাদেশ। সাকিব টেস্ট দলের অধিনায়ক আর লিটন সহ-অধিনায়ক।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাই কদিন আগে স্পষ্ট জানিয়ে দেন, দেশের খেলায় অংশ নেওয়ার পরেই তাদের আইপিএলের জন্য ছাড়া হবে।

রোববার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে এই অবস্থানে সুর মেলালেন হাথুরুসিংহে।  'আমার মনে হয় মোস্তাফিজও (আইপিএল খেলবে), তিনজন খেলোয়াড়। আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে দেশের হয়ে খেলা। তাদের নাম সেখানে পাঠানোর আগেই বোর্ড এটা জানিয়ে দিয়েছিল। এটাই আছে।'

chandika hathurusingha & Litton Das
চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ওপেনার লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ

সাকিব লিটনের পাশাপাশি মোস্তাফিজুর রহমানও আছেন আইপিএলে। দিল্লি ক্যাপিটালসে খেলা মোস্তাফিজের আইপিএলের শুরু থেকে থাকতে কোন সমস্যা নেই। লাল বলের চুক্তিতে না থাকা মোস্তাফিজ টেস্টে বিবেচিত হন না। প্রথম ম্যাচ থেকেই তাই তার অনাপত্তিপত্র পাওয়ার কথা। তবে মে মাসে বাংলাদেশ ইংল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ৯ থেকে ১৪ মে পর্যন্ত হওয়া সিরিজের জন্য মোস্তাফিজ মিস করবেন আইপিএলের তিন ম্যাচ।

হিসেব অনুযায়ী দুই ধাপ মিলিয়ে সাকিব ও লিটন ৫ ম্যাচ ও মোস্তাফিজ খেলতে পারবেন না তিন ম্যাচ। আসছে বিশ্বকাপ সামনে রেখে আইপিএলের পুরো মৌসুম খেলা ক্রিকেটারদের দক্ষতার জন্য লাভ হলেও দেশের খেলাকেই আগে রাখতে চান হাথুরুসিংহে,  'আইপিএলে খেললে তাদের দক্ষতা বাড়বে। এটা সত্য কোন সন্দেহ নেই কারণ এটা হাই ক্লাস টুর্নামেন্ট। কিন্তু তাদের এক নম্বর অগ্রাধিকার হচ্ছে দেশের হয়ে খেলা।'

Comments

The Daily Star  | English

Holidaymakers throng beach towns amid four-day festival

The recent rise in travellers comes as a relief for the tourism industry in Cox's Bazar, Kuakata and Sylhet as these regions were suffering from low turnout in July, August and September this year.

15m ago