চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন সৈকত

Sharfuddoula Ibne Shahid Saikat

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মাঠের দুই আম্পায়ারের আরেকজন হলেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারি থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা সোমবার প্রকাশ করেছে আইসিসি। আগামী ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে করাচিতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেদিন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকতকে।

আট বছর পর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচে অফিসিয়াল হিসেবে থাকবেন সৈকত। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ফিরবেন তিনি। সবশেষে ১ মার্চ করাচিতে তিনি টিভি আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে।

গত বছরের মার্চে আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে নাম লেখান সৈকত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়ায় তাকে অন্তর্ভুক্ত করা হয়।

হাইব্রিড মডেলের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আটটি দল। 'এ' গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। 'বি' গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ পর্বে মোট ম্যাচ হবে ১২টি। পাকিস্তান মূল আয়োজক হলেও সেখানে যেতে অস্বীকৃতি জানানো ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago