চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা তারকাদের নিয়ে একাদশ

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতেন, শেষ পর্যন্ত চোটের কারণে কিংবা অন্য কোন কারণে খেলতে পারছেন না এমন তারকাদের নিয়ে একটি একাদশ করা যায়। সেই একাদশ যদি কখনো খেলে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির যেকোনো দলকে হারানোরও সামর্থ্য রাখে।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে সবচেয়ে ভুগেছে অস্ট্রেলিয়া। চোটের কারণে ছিটকে যান দলটির নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড। আচমকা ওয়ানডে থেকে অবসর নেওয়ায় সরে যান মার্কাস স্টয়নিস। তারকা পেসার মিচেল স্টার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে এই আসর থেকে নিজেকে সরিয়ে নেন। অর্থাৎ মূল স্কোয়াডে পাঁচটি বদল আনতে হয় অস্ট্রলিয়াকে। না থাকা সবাই বিশ্ব ক্রিকেটের বড় নাম।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের ছোবলে ছিটকে যাওয়া সবচেয়ে বড় তারকা ভারতের জাসপ্রিত বুমরাহ। গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া চোট তাকে ছিটকে দেয় বড় আসর থেকে। বুমরাহ না থাকায় টুর্নামেন্টের জৌলুসের জন্যও ক্ষতিকর।
চোটের কারণে আফগানিস্তান পায়নি তাদের রহস্য স্পিনার এএম গজনফর ও অফ স্পিনার মুজিব উর রহমানকে। পাকিস্তান হারায় সাইম আইয়ুবের মতন ওপেনার। হারিস রউফকে না পাওয়া নিয়েও শঙ্কায় আছে পাকিস্তান। ইংল্যান্ড পায়নি তরুণ সেনসেশন জ্যাকব বেথেলকে।
বাংলাদেশ দলে চোটের হানা নেই। তবে এমন দুজন ক্রিকেটার এবার স্কোয়াডে নেই যারা ছিলেন দলটির নিয়মিত মুখ। ছন্দে হারানোর লিটন দাসের মতন তারকাকে দলে রাখেনি বাংলাদেশ। বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় সাকিবকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করেননি নির্বাচকরা। যদিও অ্যাকশন বৈধ থাকতেও রাজনৈতিক কারণে তার দলে থাকা নিয়ে অনিশ্চয়তা ছিলো।
নিউজিল্যান্ড শঙ্কায় আছে রাচিন রবীন্দ্রকে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত পাকিস্তানের হারিস ও নিউজিল্যান্ডের রাচিনও যদি ছিটকে যান তাহলে না থাকা তারকাদের একাদশেও হবে তুমুল লড়াই।
যেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা ক্রিকেটারদের একাদশ: লিটন দাস, সাইম আইয়ুব, মিচেল মার্শ, জ্যাকব বেথেল, সাকিব আল হাসান, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাসপ্রিত বুমরাহ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, এএম গাজানফার। দ্বাদশ ব্যক্তি: মুজিব উর রহমান।
Comments