চ্যাম্পিয়ন্স ট্রফি

স্কোয়াডে এত স্পিনার রেখেছে কেন ভারত?

ravichandran ashwin

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শুরুর স্কোয়াডেই ছিলো চারজন স্পিনার। পরে চূড়ান্ত স্কোয়াডে ব্যাকআপ ওপেনার যশ্বসি জয়সওয়ালকে সরিয়ে নেওয়া হয় লেগ স্পিনার বরুন চক্রবর্তীকে। তাতে ১৫ জনের স্কোয়াডে স্পিনার হয়ে গেছে পাঁচজন। এর কারণ বুঝতে পারছেন না অবসর নেওয়া অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

দুই বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে খেলবেন। তাদের জায়গা নিয়ে সংশয় নেই। রিষ্ট স্পিনার হিসেবে এগিয়ে থাকবেন কুলদীপ যাদব। এর বাইরে বরুনকে নেওয়া হয়েছে। একাদশে তিনজনের বেশি স্পিনার খেলানোর কোন বাস্তবতা নেই। সেই জায়গায় ওপেনারের ব্যাকআপ রাকা হয়নি স্কোয়াডে।

নিজের ইউটিউব চ্যানেলে স্কোয়াড বিশ্লেষণ করে অশ্বিন খুঁজে পেয়েছেন ভারসাম্যহীনতা। তার মনে হচ্ছে স্পিনে অপ্রয়জনীয় সদস্য রেখেছে ভারত,  'দুবাইতে এত স্পিনার নিয়ে কেন আমরা যাচ্ছি বুঝতে পারছি না। জয়সওয়ালকে না নিয়ে ৫ স্পিনার রেখেছি। এমনিতে আমরা বিভিন্ন সফরে ৩-৪ জন স্পিনার নিয়ে যাই, কিন্তু দুবাইতে ৫ জন স্পিনার কেন? কারণটা আমার বোধগম্য না। দুজন না হলেও একজন স্পিনার তো বেশি হয়ে গেছে।'

'কুলদীপ যাদব তো খেলবেই। তাহলে বরুনের জায়গা কোথায়? দুজনকে একসঙ্গে খেলানোর মতন টার্ন কি থাকবে দুবাইতে?  কদিন আগে আইএল টি-টোয়েন্টি হলো, সেখানে তো এত টার্ন দেখিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আমার খটকা আছে।'

২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ভারত। এই আসরে রোহিত শর্মার দল সবগুলো ম্যাচই খেলবে দুবাইতে। পাকিস্তানের পিচগুলোর উইকেট থেকে দুবাইতে বল কিছুটা স্পিন সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago