মাঝরাতে ইসলামাবাদ পৌঁছে দুপুরেই অনুশীলনে নামছে বাংলাদেশ দল

দুবাইতে ভারতের কাছে হারের ধাক্কা নিয়ে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে সেখানে গিয়ে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই। আজ দুপুরেই নিজেদের প্রস্তুতি শুরু করবেন নাজমুল হোসেন শান্তরা।
দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সে শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে ইসলামাবাদে নামেন ক্রিকেটাররা। তারপর তাদের নিয়ে যাওয়া হয় পাঁচ তারকা সেরানা হোটেলে।
ইসলামাবাদে অবস্থান করে ২৩ কিলোমিটার দূরের রাওয়ালপিন্ডিতে গিয়ে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবেন তারা।
মাঝরাতে হোটেলে প্রবেশ করে দুপুরের ভেতরেই আবার ইসলামাবাদ ক্লাবে যেতে হবে ক্রিকেটারদের। স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে বাংলাদেশের অনুশীলন।
বাংলাদেশের পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে। ছন্দে কিউইদের বিপক্ষে না জিতলে এই আসরে বাংলাদেশের আর কোন আশা থাকবে না। কাজেই ম্যাচটি এক অর্থে বাঁচা মরার লড়াই।
ভারতের বিপক্ষে বৃহস্পতিবার ৬ উইকেটে হারলেও ক্রিকেটাররা মানসিকভাবে চাঙ্গা আছেন বলে জানান দলের সদস্য জাকের আলি অনিক। সেই ম্যাচে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় পেশির টানে শেষ দিকে ধুঁকছিলেন, পরে ফিল্ডিং করতে পারেননি। তবে চোট এখন সেরে গেছে তার। হৃদয়ের খেলা নিয়ে সংশয় নেই।
Comments