চ্যাম্পিয়ন্স ট্রফি

এবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বাজল ভারতের জাতীয় সংগীত

ছবি: এএফপি

অনেক জল ঘোলার পর মাঠে গড়িয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু শুরুর পরও নানা বিতর্ক সঙ্গী হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড পদ্ধতিতে চলমান টুর্নামেন্টটির। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ সরাসরি সম্প্রচার চলাকালীন স্ক্রিনে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে ছিল না স্বাগতিক পাকিস্তানের নাম। তা নিয়ে আলোচনা-সমালোচনার রেশ থাকতেই এবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভুলক্রমে বেজে উঠল ভারতের জাতীয় সংগীত।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আইসিসি ইভেন্ট হওয়ায় ব্যাট-বলের লড়াই শুরুর আগে বরাবরের মতো জাতীয় সংগীত গাওয়ার জন্য মাঠে জড়ো হন দুই দলের ক্রিকেটাররা। ইংল্যান্ডের জাতীয় সংগীত 'গড সেভ দ্য কিং' শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ানরা তৈরি ছিল নিজেদের জাতীয় সংগীত গাইতে। তখনই স্টেডিয়াম সংশ্লিষ্টদের ভুলে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। ক্ষণিকের জন্য বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত 'জন গণ মন'।

ভুল বুঝে ফেলতে সময় লাগেনি আয়োজকদের। দ্রুতই ভারতের জাতীয় সংগীত বাজানো বন্ধ করে দেওয়া হয়। মাঠে উপস্থিত দর্শকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বোঝা যায় যে, ভুলটি তাদের নজর এড়ায়নি। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত 'অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার' বেজে ওঠে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ঝড় উঠে গেছে এমন আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম থাকা না নিয়ে তৈরি হয় বিতর্ক। গত বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকে স্ক্রিনের উপরের দিকে বাঁ পাশে। কিন্তু সেই লোগোর নিচে স্বাগতিক পাকিস্তানের ছিল অনুপস্থিত। শুধুমাত্র লেখা ছিল 'চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫'। পুরো ম্যাচেই লোগো এরকম থেকেছে। অথচ পাকিস্তান-নিউজিল্যান্ড ও আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে লোগোর পাশাপাশি পাকিস্তানের নামও ভেসে উঠেছিল স্ক্রিনে।

এ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে চিঠি লিখে ব্যাখা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি এমন কিছু সামনে আর যাতে না হয়, সে নিশ্চয়তা চেয়েছে সংস্থাটি। গতকাল শুক্রবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির তরফ থেকে পিসিবিকে অনানুষ্ঠানিকভাবে জবাব দেওয়া হয়েছে যে, এটি প্রযুক্তিগত ত্রুটি ছিল। এই ব্যাখা যদিও পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

1h ago