চোট কাটিয়ে অনুশীলনে নামা মাহমুদউল্লাহ ফিরবেন একাদশে?

Mahmudullah
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

চোটের কারণে প্রায় এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেকারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি। স্বস্তির খবর হলো, সেরে উঠে অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ ডানহাতি ব্যাটার।

দুবাইতে ভারতের কাছে পাওয়া হারের ধাক্কা সঙ্গী করে বাংলাদেশ দল পৌঁছে গেছে পাকিস্তানের ইসলামাবাদে। আগের রাতে সেখানে নামার পর বিশ্রামের খুব একটা সুযোগ হয়নি ক্রিকেটারদের। শনিবার দুপুরে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে অনুশীলন হয়েছে প্রায় তিন ঘণ্টাব্যাপী। সেখানে ছিলেন হাঁটুর পেছনের নিচের দিকের পেশির চোট থেকে মুক্তি পাওয়া মাহমুদউল্লাহ। নেটে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।

৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ দুবাইতে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনেই চোট পান। তাকে ভুগতে হয় প্রায় এক সপ্তাহ। এদিন অনুশীলনে ফেরার পর তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানতে চাওয়া হয় আব্দুর রাজ্জাকের কাছে। বাংলাদেশ দলের নির্বাচক গণমাধ্যমকে বলেন, 'এটা ফিজিওদের রিপোর্টের ওপর নির্ভর করবে। আজ সে অনুশীলন করেছে, আগের দিন পর্যন্ত করেনি। অনুশীলন আজ করল, মোটামুটি সব কিছু নিয়ে কাজ করেছে। ওর অবস্থা এখনও ফিজিওরা জানায়নি। সম্ভবত অনুশীলনের পর তারা জানাবে।'

ইসলামাবাদে অবস্থান করে ২৩ কিলোমিটার দূরের রাওয়ালপিন্ডিতে গিয়ে পরের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৪ ফেব্রুয়ারি তাদের পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যারা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে।

ফিজিওদের প্রতিবেদন ইতিবাচক হলে নির্বাচকদের একাদশ বেছে নেওয়ার ব্যাপারে নতুন করে ভাবতে হবে। কারণ, পুরো ফিটনেস ফিরে পেয়ে মাহমুদউল্লাহ একাদশে ঢুকলে একজনকে বাদ দিতে হবে। তিনি কে হবেন? মাহমুদউল্লাহ যে পজিশনে খেলেন, সেই লোয়ার মিডল অর্ডারে জাকের আলী অনিক ভারতের বিপক্ষে ছিলেন উজ্জ্বল। স্রেফ ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর তার ও সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়ের রেকর্ড জুটিতে বিপর্যয় সামলে ভদ্রস্থ হয়েছিল বাংলাদেশের পুঁজি।

কিউইদের বিপক্ষে ম্যাচের একাদশে মাহমুদউল্লাহ থাকবেন কিনা তা এখনই খোলাসা করতে চাননি রাজ্জাক, 'এটা তো আসলে দল নির্বাচনের ব্যাপার, সেটা নিয়ে এখানে বলার কিছু নেই। এটা পরে দেখা যাবে। আগে দেখি ওর (শরীরের) অবস্থা কী। এটা নিয়ে গণমাধ্যমের সামনে এখন আর কী বলব।'

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago