আমাদের কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়: শান্ত

Najmul Hossain Shanto
ছবি: স্টার

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত জোর গলায় বলেছিলেন তাদের লক্ষ্য শিরোপা জয়। খেলতে নেমে দেখা গেল বাস্তবতা একদম ভিন্ন, সেই স্বপ্নের ধাপ স্পর্শ দূরে থাক, আশা জাগানোর অবস্থাতেই নেই তারা। টানা দুই বড় হারে বিদায় নিশ্চিতের পর অবশ্যই নিজেদের অবস্থান সম্পর্কে অনুধাবন হয়েছে শান্তর।

এবার ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুই ম্যাচ বাংলাদেশ খেলেছে তাতে ম্যাচের কোন ধাপেই মনে হয়নি যে তারা জিততে পারে। হারের চেয়েও কোন রকম লড়াই জমাতে না পারা, প্রতিপক্ষকে চাপে ফেলতে না পারা কম বিব্রতকর নয়।

এলিট আসরে সুযোগ পেয়েও বাংলাদেশকে মনে হয়েছে তারা যেন 'ছোট দল'। যা অল্প বিস্তর দ্যুতি ছড়াবে কিন্তু ম্যাচের ফলাফলে প্রভাবক হতে পারবে না।

সোমবার কিউইদের বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ করে ২৩৬। ৫০ ওভারে শান্তরা খেলেন ১৮১টি ডট বল। নির্লিপ্ত ব্যাটিংয়েই ম্যাচের গতিপথ ঠিক হয়ে যায়। বোলিংয়ে শুরুটা ভালো হলেও ঝাঁজ ধরে রাখা সম্ভব হয়নি, ফিল্ডিং তো যাচ্ছেতাই।

ম্যাচ শেষে নিজেদের লক্ষ্য আর বাস্তবতার ছবি শান্তর সামনে তুলে ধরলে তিনি এবার নরম সুরে দেন ব্যাখ্যা। দেশের বাইরে খেলতে গেলে যে তারা এখনো বলার মতন শক্তি নন সেই সত্য অনেকটা মেনে নেন তিনি।   'আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।'

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago