যে ‘ব্যক্তিগত চিন্তায়’ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন না স্টার্ক

mitchell starc
মিচেল স্টার্ক। ছবি: এএফপি

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড- বোলিং আক্রমণের মূল তিন অস্ত্রকে ছাড়াই চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে অস্ট্রেলিয়া। কামিন্স ও হ্যাজলউড চোটের কবলে পড়ে দর্শক বনে গেছেন৷ স্কোয়াড ঘোষণার সময় স্টার্কের অনুপস্থিতির কারণ দেখানো হয়েছিল ব্যক্তিগত। এবার বাঁহাতি এই পেসার জানিয়েছেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য চোটের শঙ্কা দূর করে নিজেকে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৬৫ উইকেট নিয়ে ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি স্টার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি কেন কেন তিনি খেলতে চাইবেন না, তা বিস্ময়ের ছিল। অবশ্য সাদা পোশাকে ৩৮৬ উইকেট নেওয়া এই বোলারের চোখ ছিল বড় পুরস্কারে। উইলোটক পডকাস্টে তিনি বলেছেন, 'কয়েকটি ভিন্ন কারণ রয়েছে। কিছু ব্যক্তিগত মত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জুড়ে কিছুটা গোড়ালির ব্যথা ছিল। তো এটা ঠিক করা (মাথায় ছিল)।''

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ ম্যাচে ৬ উইকেট নেওয়া স্টার্ক আরও যোগ করেন, 'অবশ্যই টেস্ট ফাইনাল (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) আসছে সামনে এবং এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর। কিছু আইপিএলের খেলাও রয়েছে। কিন্তু আমার মাথায় মূল ব্যাপার ছিল ওই টেস্ট ফাইনাল। তো শরীর ঠিক রাখতে হবে। আগামী দুয়েক মাসে কিছু ক্রিকেট খেলবো এবং তারপর টেস্ট ফাইনাল খেলতে প্রস্তুত।'

চলতি বছরের জুন মাসে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়শিপের তৃতীয় আসরের ফাইনাল। ১১ জুন থেকে শুরু হওয়া ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এর আগে মার্চ মাসেই মাঠে দেখা যেতে পারে স্টার্ককে। আইপিএলে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে তাকে। ২২ মার্চ থেকে শুরু হবে ২০২৫ আইপিএল।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago