চ্যাম্পিয়ন্স ট্রফি

তারপরও যে প্রাপ্তি দেখছেন শান্ত

Najmul Hossain Shanto

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে টাইগারদের লক্ষ্য ছিল ভালো খেলে আত্মবিশ্বাস অর্জন করা। সেই চাওয়া ভেস্তে দিল অসময়ের বেরসিক বৃষ্টি। খেলা হলো পরিত্যক্ত। কোনো জয় না পাওয়া বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল ১ পয়েন্ট নিয়ে। ভীষণ হতাশার টুর্নামেন্ট কাটলেও লাল-সবুজের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুঁজে পেয়েছেন ইতিবাচকতা।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ হয়েছে পণ্ড। একটানা বৃষ্টির কারণে টসই হতে পারেনি। দুই দল নিজেদের প্রথম দুটি করে ম্যাচ হেরে আগেই ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারকদের সঙ্গে আলাপচারিতায় হতাশা গোপন করেননি শান্ত, 'আমি ভীষণ হতাশ। আমরা সত্যিই এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়া নিয়ে তো আর কিছু করার নেই।'

প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয় ৫ উইকেটে। লক্ষ্য তাড়ায় প্রতিপক্ষ দুটি দলকেই ৪৭তম ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছিল। সেটাকে প্রাপ্তি হিসেবে দেখছেন বাংলাদেশের দলনেতা, 'আমরা আগের দুটি ম্যাচে যেভাবে লম্বা সময় পর্যন্ত খেলা টেনে নিয়ে গিয়েছিলাম, তা আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। আশা করি, আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারব। আমরা একটি যথাযথ পরিকল্পনা তৈরি করব এবং সেটা কার্যকর করব।'

পেসারদের নিয়ে প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, 'আমরা অতীতে সব সময় ফাস্ট বোলিং ইউনিট নিয়ে ভোগান্তিতে পড়েছি। কিন্তু গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার উঠে এসেছে। দেশে কয়েকজন ফাস্ট বোলার খুবই ভালো করছে। তাসকিন (আহমেদ) অনেক ভালো করছে, (নাহিদ) রানা এসেছে। ফিজ (মোস্তাফিজুর রহমান) আছে। আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে। আমি আশা করি, তারা নিজেদের কাজটা করে যাবে এবং দলের জন্য সেরাটা দেবে।'

দুই ম্যাচেই স্ট্রাইক বদল করতে ভুগেছেন টাইগার ব্যাটাররা। কিউইদের বিপক্ষে ম্যাচে ডট বলের সংখ্যা ছিল ১৮১টি। এই ব্যর্থতা মেনে নিয়ে শান্ত বলেছেন, 'আমাকে নেটে সঠিকভাবে ব্যাটিং অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি, ছেলেরা বুঝতে পারবে আমাদের কী করা দরকার।'

বাংলাদেশের মতো বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানও টুর্নামেন্ট শেষ করছে ১ পয়েন্ট নিয়ে। তবে রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ। তাই 'এ' গ্রুপে তারা হয়েছে তৃতীয়। পাকিস্তানের অবস্থান তলানিতে।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

7h ago