চ্যাম্পিয়ন্স ট্রফি

‘আমি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাই’

Heinrich Klaasen

বর্তমান ক্রিকেট বিশ্বে বিধ্বংসী ব্যাটারদের ছোট্ট তালিকা করতে গেলে হেইনরিখ ক্লাসেনের নাম আসবে। টি-টোয়েন্টিতে ভয়ঙ্কর এই ব্যাটার ওয়ানডে ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান চূড়ায়। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি এসেছেন বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য নিয়ে।

ওয়ানডেতে অবশ্য ক্লাসেনের ফর্মের ঝুলি ভরপুর। গতকাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ১৮০ রান তাড়া করতে নেমে করেছেন ৫৬ বলে ৬৪ রান। ৫০ ওভারের ক্রিকেটে এটি তার টানা পঞ্চম ফিফটি। করাচির জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, 'এই সফরে আমি নিজেকে রব ওয়াল্টারের (দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ) সঙ্গে একটা চ্যালেঞ্জ দিয়েছি- আমি বিশ্বের সেরা হতে চাই।'

সবার সেরা হতে গেলে ক্লাসেনের যা প্রয়োজন, সেটি পরে নিজেই বলে দেন, 'আমি জানি পরিস্থিতির দাবি মিটিয়ে আমি ভালোই খেলতে পারি। শুধু গ্রাউন্ড শট যত সময় সম্ভব খেলে যাওয়া, যেমনটা আজকে আমি করেছি, আমার জন্যে এটি গুরুত্বপূর্ণ। আজ রাতের ইনিংস নিয়ে আমি বেশ আনন্দিত। স্থির দাঁড়িয়ে এবং টেকনিকে আস্থা রেখে রান করেছি। আমি জানি আমার (ব্যাট) সুইং ভালো, তো যতক্ষণ এটা কাজে আসবে আমি বেশ খুশি।'

ইংলিশদের বিপক্ষে ৬৪ রানের ইনিংস ক্লাসেন গড়েছেন ১১ চার মেরে। কিছুটা বিস্ময়ের যে, ইনিংসটিতে কোন ছক্কার মার দেখা যায়নি তার ব্যাটে। শেষমেশ জয় থেকে ৬ রান দূরে থাকতে আদিল রশিদকে ছয় মারতে গিয়ে ধরা পড়েন শর্ট থার্ডম্যানে।

পেস হোক কিংবা স্পিন- ফর্মে থাকা ক্লাসেন ছন্দ খুঁজে পেলে তাকে থামানো মুশকিল। যদিও ক্লাসেন দিলেন খানিকটা অবাক করা তথ্য, 'আমি মনে করি, আমার খেলা নিয়ে এখন যেখানে আছি, নিজের খেলাটাকে ভালোভাবে বুঝতে পারায়, এই মুহূর্তে খুব ধন্য। আমি এমন লোক না যে নেটে আমাদের সব পেসারের মুখোমুখি হই। আমি শুধু দুয়েকটি ড্রিল করি এবং কিছুটা স্পিনের মোকাবিলা করি। আমার টেকনিক ভালো থাকলে আমি বড্ড খুশি।'

কনুইয়ের সমস্যার কারণে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেননি ক্লাসেন। এরপর বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের এক বলও মাঠে গড়ায়নি। তৃতীয় ম্যাচে এসে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ পেয়েছেন ডানহাতি বিস্ফোরক ব্যাটার। চলতি আসরে সেমিফাইনালে জায়গা করে নেওয়া প্রোটিয়ারা বড় ম্যাচে তার দিকেই তাকিয়ে থাকবে।

Comments

The Daily Star  | English
Rice_market

Development is not just about macroeconomic progress

Do macroeconomic concepts reflect the realities on the ground?

12h ago