ফাইনালে কাকে এগিয়ে রাখছেন শোয়েব?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এর আগেও মুখোমুখি হয়েছিলো ভারত-নিউজিল্যান্ড। ২৫ বছর আগে সেই ২০০০ সালে ফাইনালে আন্ডারডগ হিসেবেই খেলে বাজিমাত করেছিলো কিউইরা। ক্রিস কেয়ার্নসের অসাধারণ নৈপুণ্যে শিরোপা জিতেছিলো তারা। এবারও ফাইনালের আগে বেশিরভাগ বিশেষজ্ঞ পিছিয়ে রাখছেন নিউজিল্যান্ডকে। পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতারও মনে করেন বেশ খানিকটা এগিয়ে থাকবে ভারত। তবে নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এই মেগা ফাইনাল নিয়ে চলছে নানা বিশ্লেষণ। শোয়েব 'গেম অন হ্যায়' অনুষ্ঠানে তেমন এক আলোচনায় যোগ দিয়ে পরিষ্কারভাবে ভারতকে এগিয়ে রাখেন, 'যদি আপনি আমাকে সম্ভাবনার কথা জিজ্ঞাসা করেন, আমি বলব ভারতের পক্ষে ৭০-৩০।'
তবে এরপরই মিচেল স্যান্টনারের দলকে আন্ডারডগ অবস্থান থেকে ম্যাচ বের করার পরামর্শ দেন শোয়েব, 'আপনাকে ভুলে যেতে হবে যে আপনি ভারতের বিরুদ্ধে খেলছেন এবং আপনি তাদের থেকে পিছিয়ে। স্যান্টনারের সেই বিশ্বাস আছে। আমি তার মধ্যে এটি দেখেছি। একজন অধিনায়ক হিসেবে তিনি শিরোপা জিততে চান।'
শোয়েবের মতে ফাইনালে জ্বলে উঠতে পারেন রোহিত শর্মা। তিনি শুরুতেই নিউজিল্যান্ডের স্পিন আক্রমণকে চেপে ধরার পথে হাঁটতে পারেন, 'আপনাকে ঠিক সময়ে ঠিক কাজটি করতে হবে। আপনাকে আক্রমণ ভাঙতে হবে। রোহিত শর্মা আক্রমণে যাবেন। তিনি আপনার স্পিনারদের নিষ্ক্রিয় করার চেষ্টা করবেন। তিনি স্যান্টনারকে আক্রমণ করবেন। সেই মুহূর্তে, তাকে একজন নেতা হিসেবে তার দলকে পরিচালনা করতে হবে।'
স্পিনারদের পারফরম্যান্স, ব্যাটারদের স্পিন সামলানো দুই দিক থেকেই ভারতকে এগিয়ে রেখে নিউজিল্যান্ডের সেরা দিনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না শোয়েব, 'স্পিনার এবং তাদের পরিপক্বতার কথা যদি আসে [ভারত এগিয়ে], তবে নিউজিল্যান্ড যদি সেই দিন তাদের সেরা খেলাটা খেলতে পারে [তারা জিততে পারে]।'
Comments