আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

দুইবার সুযোগ পেয়েও পেরেরাকে মানকাডিং করেননি স্টার্ক

সেই পেরেরা শেষ পর্যন্ত খেলেছেন ৭৮ রানের ইনিংস।

দুইবার সুযোগ পেয়েও পেরেরাকে মানকাডিং করেননি স্টার্ক

পেরেরাকে মানকাডিং করেননি স্টার্ক

'মানকাডিং' নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে ক্রিকেট বিশ্বে। ক্রিকেটীয় চেতনার সঙ্গে যায় না বলে এই আউটে এলার্জি রয়েছে অনেকের। অনেক খেলোয়াড় আবার এতো সব না ভেবে রানআউটের সুবিধাটা নিয়ে নেন। এদিন যেমন দুই দুইবার এমন সুযোগ পেয়েছিলেন অজি পেসার মিচেল স্টার্ক। কিন্তু এই বিতর্কে পা দেননি তিনি।

ইনিংসের প্রথম ওভারেই ঘটনার সূত্রপাত। সেই সময় ব্যাট করছিলেন পাথুম নিসাঙ্কা। ননস্ট্রাইক প্রান্তে ছিলেন কুসল পেরেরা। স্টার্ক তার চতুর্থ বলটি করার সময় আগেই রানআপ নিতে ক্রিজ থেকে বেরিয়ে যেতে থাকেন পেরেরা। তা দেখে বল না করেই তিনি থমকে দাঁড়িয়ে যান স্টার্ক। তবে উইকেটে বল লাগাননি। সতর্ক করে দেন পেরেরাকে। নিজের ভুল বুঝতে পেরে মুচকি হাসেন এই ওপেনার।

কিন্তু আবারও একই ভুল করেন পেরেরা। এবারও তা নজর এড়ায়নি স্টার্কের। পঞ্চম ওভারের প্রথম বলটি করতে গিয়ে পেরেরাকে আরও এক দফা সতর্ক করে দেন এই পেসার। তবে এবার অবশ্য খুব একটা বের হননি পেরেরা। আউট করতে চাইলে ঠিক সময়ে ঢুকতেও পারতেন। যে কারণে তাকে সতর্ক করায় উল্টো স্টার্ককে প্রশ্ন করেন তিনি।

তবে মোদ্দা কথা দুই দুইবার আউট করার সুযোগ থাকলেও তা করেননি স্টার্ক। স্পোর্টস ম্যান স্পিরিটের পরিচয় দিয়েছেন এই পেসার। তার মানকাডিংয়ের এই সুযোগের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল। অজি ক্রিকেটারের প্রশংসা মেতেছেন নেটিজেনরা। তবে এর খেসারৎটা ভালো দিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। সেই পেরেরা শেষ পর্যন্ত করেছেন ৭৮ রান। তার ব্যাটেই দুইশ রানের কোটা পার করতে পারে শ্রীলঙ্কা।

উল্লেখ্য, আইসিসির স্বীকৃতি থাকলেও মানকাডিং আউট নিয়ে নানা বিতর্ক রয়েছে। অনেক ক্রিকেটার এই আউটের পক্ষে। আবার অনেক ক্রিকেটার এ ধরণের আউট করাকে সমর্থন করেন না। ক্রিকেটের আভিজাত্যের সঙ্গে এ ধরণের আউট যায় না বলেই তাদের যুক্তি।

Comments

The Daily Star  | English

Disrupting office work: Govt employees can be punished within 8 days

The interim government has moved to amend the Government Service Act-2018 to allow swift disciplinary action against its employees who will be found guilty of disrupting official activities.

7h ago