ভাইরাল ফ্লু থেকে সেরে উঠে অনুশীলনে শাহিন-রিজওয়ানরা

এমনিতেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে কোণঠাসা অবস্থায় রয়েছে পাকিস্তান, তার উপর দলের ছয় খেলোয়াড় আক্রান্ত হন ভাইরাল ফ্লুতে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুশ্চিন্তাতেই ছিল দলটি। তবে স্বস্তির খবর পাঁচ ক্রিকেটার ফিরেছেন অনুশীলনে।
বেঙ্গালুরুতে পৌঁছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করছে পাকিস্তান দল। সেখানে গতকাল মঙ্গলবার প্রাথমিক অনুশীলনের সময় স্কোয়াডের ছয় সদস্যের অনুপস্থিতি ছিল। জ্বরের কারণে বিশ্রাম নেওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন আবদুল্লাহ শফিক, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, মোহাম্মদ হারিস এবং জামান খান।
আজ বুধবার সেই খেলোয়াড়দের আরও একবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল অফিসার ডক্টর সেলিম। পরীক্ষা শেষে পাঁচ খেলোয়াড়কে অনুশীলন সেশনে যোগদানের জন্য উপযুক্ত বলে গণ্য করা হয়েছে। ফলে মোহাম্মদ হারিস বাদে পাকিস্তান দলের সকল খেলোয়াড় অনুশীলনে ফিরেছেন। জ্বর থেকে সুস্থ হয়ে সক্রিয়ভাবে অনুশীলনে অংশগ্রহণ করেন তারা।
শুরুতে ডেঙ্গু আক্রান্ত হতে পারেন ভেবে দুশ্চিন্তাটা বেশি ছিল পাকিস্তানের। এই বিশ্বকাপেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম দুটি ম্যাচ মিস করেছিলেন ভারতের শুবমান গিল। তবে পরীক্ষার পর জানা যায় ডেঙ্গু নয়, সাধারণ ভাইরাস জ্বরে আক্রান্ত হন পাকিস্তানের এই খেলোয়াড়রা। ভারত ম্যাচের দিন একই ফ্লুতে আক্রান্ত ছিলেন উসামা মীরও।
এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'আমাদের দলে কয়েকজন ক্রিকেটার গত কয়েকদিন ধরে ভুগছিলেন। এখন বেশিরভাগ খেলোয়াড়ই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। দলের মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে রয়েছেন সেই খেলোয়াড়রা যারা সুস্থতার পর্যায়ে আছেন।'
বিশ্বকাপে এবার প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছিল পাকিস্তান। তবে দুই ম্যাচেই তাদের তাদের জিততে হয়েছে ঘাম ঝরিয়ে। তৃতীয় ম্যাচে তো ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি তারা। ফলে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকলেও যে কোনো সময়ই ছিটকে যেতে পারেন নিজেদের অবস্থান থেকে।
Comments