‘এখনো মনে করি ছয় ম্যাচই জিততে পারব’
প্রথম তিন ম্যাচে দুই হার, সেই দুই হারও আবার বিশাল ব্যবধানে। মাঠে ও মাঠের বাইরের নেতিবাচক ঘটনায় কোণঠাসা পুরো বাংলাদেশ দল। তবে এমন পরিস্থিতিতেও দমে যাচ্ছেন না বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তার মতে বাকি ছয় ম্যাচের সবগুলোই জিতবেন তারা।
বৃহস্পতিবার বিশ্বকাপে চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। স্বাগতিক ভারত প্রথম তিন ম্যাচের সবগুলো জিতেছে দাপটের সঙ্গে।
দুই দলের সাম্প্রতিক পরিস্থিতি, প্রেক্ষাপট বেশ ভিন্ন। তবে খেলার মাঠে সব সমীকরণই বদলে দেওয়ার আশায় হাথুরুসিংহে। আগের দিন ঐচ্ছিক অনুশীলনের আগে বাংলাদেশের কোচ জানান, আগে কি হয়েছে কোন কিছুই এখন প্রাসঙ্গিক না। বরং বিশ্বকাপে অনেক দলেরই সমান সম্ভাবনা খুঁজে পাচ্ছেন তিনি, 'আগে কি হয়েছে সেটা প্রাসঙ্গিক হবে না। এই জায়গা থেকে প্রতি ম্যাচ জিততে আমরা অনুপ্রাণিত থাকব।'
'গত দুই সপ্তাহে যা হয়েছে এই বিশ্বকাপ এখনো অনেক ওপেন। এই জায়গা থেকে আমরা অনুপ্রাণিত। আমাদের ছয় ম্যাচ বাকি আছে, এখনো মনে করি ছয় ম্যাচই জিততে পারব। এই প্রেরণা নিয়েই খেলতে নামব।'
'সম্ভবত এই উইকেট এখন পর্যন্ত সেরা ব্যাটিং ট্র্যাক। আমাদের খুব ভালো নেট সেশন হয়েছে। হ্যাঁ, আমরা ভালো ব্যাট করেনি। ব্যাটে বলে সম্পূর্ণ পারফরম্যান্স এখনো আসেনি। আমরা সব বিভাগের পরিপূর্ণ পারফরম্যান্সের আশায় আছি।'
Comments