আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ইচ্ছে করে ওয়াইডের চেষ্টা করেননি নাসুম 

ভারতের জয় সময়ের ব্যাপার হওয়ায় কোহলিও নিতে থাকলেন সুযোগ। তবে এই সময়ে নাসুম আহমেদের একটি বল নিয়ে তৈরি হয় বিতর্ক। লেগ স্টাম্পের বাইরে থাকলেও অবশ্য তা ওয়াইড দেননি আম্পায়ার।

পুনে থেকে

ইচ্ছে করে ওয়াইডের চেষ্টা করেননি নাসুম 

ইচ্ছে করে ওয়াইডের চেষ্টা করেননি নাসুম

ম্যাচের ফল নিয়ে তখন আর কে ভাবছে! বিরাট কোহলির সেঞ্চুরি হবে কিনা সেই আলোচনাই তখন তুঙ্গে। গোটা গ্যালারি দাঁড়িয়ে 'কোহলি', 'কোহলি' রব তুলেছে। ভারতের জয় সময়ের ব্যাপার হওয়ায় কোহলিও নিতে থাকলেন সুযোগ। তবে এই সময়ে নাসুম আহমেদের একটি বল নিয়ে তৈরি হয় বিতর্ক। লেগ স্টাম্পের বাইরে থাকলেও অবশ্য তা ওয়াইড দেননি আম্পায়ার। পরে ছক্কা মেরে সেঞ্চুরি পূরণের সঙ্গে দলকে জেতান কোহলি।

বৃহস্পতিবার পুনেতে ম্যাচশেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ভারতের প্রতিনিধি শুবমান গিলকে এই বিষয়ে দিতে হয় প্রশ্নের উত্তর। শান্ত জানান, ইচ্ছে এমন কিছু করার চেষ্টা ছিল না। তার সঙ্গে একমত গিলও।

ভারতের ইনিংসের ৪২তম ওভারের খেলা তখন শুরু হয়েছে। জয় থেকে ভারত ২ রান দূরে। আর কোহলির সেঞ্চুরির জন্য চাই ৩ রান। ওভারের প্রথম বলটা নাসুম দেন লেগ স্টাম্পের বাইরে। কোহলি খানিকটা সরে যান। আম্পায়ার দেননি ওয়াইডের ইশারা। পরের বল হয় ডট। তৃতীয় বল ডিপ মিড উইকেট দিয়ে ছক্কায় উড়িয়ে খেলা শেষ করে জয়ের সঙ্গে সেঞ্চুরি উদযাপন করেন ভারতের তারকা ব্যাটার।

৭ উইকেটে ম্যাচ হেরে আসা বাংলাদেশ অধিনায়ক শান্তর কাছে নাসুমের লেগ স্টাম্পের বাইরের বল নিয়ে প্রশ্ন করা হয়। ওরকম বল করতে দলের কোনো বার্তা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, 'না, ইচ্ছে করে এরকম কিছু করা হয়নি। আমরা প্রপার ম্যাচ খেলতে চেয়েছি।' 

একই প্রশ্ন যায় গিলের কাছে। তাকে জিজ্ঞেস করা হয়, ওই ডেলিভারির সময় তিনি অবাক হয়েছিলেন কিনা। ভারতীয় ওপেনার হেসে ইঙ্গিত করেন আম্পায়ারের ওয়াইড না দেওয়ার দিকেও, 'কোনটাতে অবাক হব? ডেলিভারিটা নাকি সিদ্ধান্তটা (হাসি)?'

পরে অবশ্য খেলোয়াড়সুলভ মানসিকতায় নাসুমকে বরং ডিফেন্ড করেছেন গিল, 'ইচ্ছে করে কিনা কীভাবে বলি! আমার মনে হয়, বোলার আঁটসাঁট লাইনে বল করতে চেয়েছে, তাই ওরকম  হয়ে গেছে।'

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশকে দাঁড়াতেই দেয়নি ভারত। আগে ব্যাট করে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের দারুণ শুরুর পরও বাংলাদেশ করে ২৫৬ রান। ৫১ বল আগে ওই রান পেরিয়ে জিতেছে ভারত। দলকে জিতিয়ে ৯৭ বলে অপরাজিত ১০৩ রান করেন ম্যাচসেরা কোহলি।

Comments

The Daily Star  | English

Failure in state formation leads to the rise of fascist rule: Prof Ali Riaz

He made the remarks at the beginning of a discussion between the commission and the Amjanata Party.

1h ago