‘কর্ণফুলী টানেল বদলে দেবে দেশের অর্থনীতি’

বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২টি সেতু আছে। তবুও ব্যয়বহুল ও রক্ষণাবেক্ষণে তুলনামূলক জটিলতা জানার পরও কেন এই নদীতে টানেল নির্মাণ করা হচ্ছে? এই টানেলকে ঘিরে ২ প্রান্তের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিক অবস্থার কতটা পরিবর্তন আসবে?

চট্টগ্রামের মীরসরাই থেকে কক্সবাজার ও মহেশখালী পর্যন্ত সরকারের কয়েক লাখ কোটি টাকার অন্তত অর্ধশতাধিক প্রকল্প চলমান। এই টানেলকে ঘিরে এসব প্রকল্প দেশের অর্থনীতিতে কতটুকু সুফল বয়ে আনবে তা নিয়ে আজকের স্টার কানেক্টস।

Comments

The Daily Star  | English

Foreign debt repayment surges 16% in July

The country repaid $446.68 million in July of FY26

55m ago