হলফনামায় ১০০ কোটির বেশি সম্পদ ১৮ প্রার্থীর: টিআইবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী অংশ নিচ্ছেন, তাদের মধ্যে ১৮ জনের ১০০ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ আছে। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

হলফনামায় দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছে টিআইবি। একইসঙ্গে সরকারের এক মন্ত্রীর বিদেশে বিপুল পরিমাণ অপ্রদর্শিত সম্পদ থাকার কথাও জানিয়েছে সংস্থাটি।

Comments

The Daily Star  | English

The silent emergency: Politicisation of our healthcare sector

The erosion of trust in doctors is creating crisis for the healthcare sector.

6h ago