রাজধানীর একদিনের মাংসের বাজার

একদিনের বাজারে কেউ কেজি দরে, আবার কেউ বস্তা দরে কোরবানির মাংস বিক্রি করেন।

প্রতি বছর কোরবানির ঈদের সময় নিম্ন আয়ের মানুষ বাড়ি বাড়ি ঘুরে মাংস সংগ্রহ করেন। এই সংগৃহীত মাংস কেনাবেচার প্রধান স্থান হয়ে ওঠে 'একদিনের মাংসের বাজার'।

এ বছর বিভিন্ন এলাকায় ভ্যান ও শহরের বড় রেলক্রসিংগুলোতে মাংস কেনাবেচা হতে দেখা যাচ্ছে।

একদিনের বাজারে কেউ কেজি দরে, আবার কেউ বস্তা দরে কোরবানির মাংস বিক্রি করেন।

আকার ও মান অনুযায়ী মাংসের দাম নির্ধারণ হয়। এ বছর ২০০ থেকে ৮০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয়। বস্তা প্রতি মাংস বিক্রি হচ্ছিল ২ হাজার থেকে ১০ হাজার টাকায়। গত বছর এই মাংস বিক্রি হয়েছিল ১৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে।

এই বাজারের ক্রেতা-বিক্রেতা সবাই মূলত নিম্নবিত্ত। এদের মধ্যে কেউ কেউ  বছরের এই দিনটিতে কিছু টাকার জন্য সংগৃহীত মাংস বিক্রি করেন। আর যারা অন্যের কাছে কোরবানির মাংসের জন্য হাত পাততে পারেন না, তারাই মূলত এই একদিনের মাংসের বাজারের ক্রেতা।

Comments