ভারতের বাজারে সাড়ে ৮ লাখ রুপির ১০ হাজার বৈদ্যুতিক গাড়ি ছাড়ল টাটা

ভারতের বাজারে সাড়ে ৮ লাখ রুপির ১০ হাজার বৈদ্যুতিক গাড়ি ছাড়ল টাটা
ভারতের বাজারে সাড়ে ৮ লাখ রুপির ১০ হাজার বৈদ্যুতিক গাড়ি ছাড়ল টাটা। ছবি: রয়টার্স``

ভারতের বাজারে সবচেয়ে কম দামে বৈদ্যুতিক গাড়ি এনেছে টাটা মোটরস।

রয়টার্স জানায়, আজ বুধবার টাটা মোটরসের প্রিমিয়াম হ্যাচব্যাক টিয়াগোর ইলেকট্রিক গাড়ি (ইভি) ভারতের বাজারে এসেছে। এই মডেলের সবচেয়ে সস্তা গাড়িটির দাম ৮ লাখ ৪৯ হাজার ভারতীয় রুপি (১০ হাজার ৩৭০ ডলার)। প্রথম ১০ হাজার গ্রাহকদের জন্য এই বিশেষ মূল্যে গাড়িটি বিক্রি করা হবে।

অন্যদিকে চীনের সবচেয়ে সস্তা মডেলের ইভির দাম ৩২ হাজার ৮০০ ইউয়ান (৪ হাজার ৫২৫ ডলার)।

বর্তমানে ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরির একমাত্র অটোমেকার টাটা। আগামীতে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে টাটা মোটরসের টিয়াগো ইভি নেতৃত্ব দিতে যাচ্ছে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকরা বলছেন, সরকারি ভর্তুকি ও গাড়ি আমদানিতে উচ্চ শুল্কের কারণে টিয়াগো ইভি ভারতের বাজারে ব্যাপক সাফল্য পেতে পারে।

প্রতিষ্ঠানটি বলছে, বৈদ্যুতিক গাড়িটির অপারেটিং খরচ গ্যাসে চলা গাড়ির তুলনায় প্রায় ৭ শতাংশ কম।

টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস ও এর ইভি অংশের ব্যবস্থাপনা পরিচালক শৈলেশ চন্দ্র গণমাধ্যমকে জানান, ১ হাজার কিলোমিটার (৬২১ মাইল) ভ্রমণ করতে একটি পেট্রল টিয়াগোতে ৭ হাজার ৫০০ রুপির জ্বালানি প্রয়োজন হয়। একই দূরত্ব ভ্রমণ করতে বৈদ্যুতিক গাড়িটির চার্জিং খরচ পড়বে ১ হাজার ১০০ রুপি।

টিয়াগো ইভি-এর সবচেয়ে সস্তা গাড়িটি একবার চার্জ করলে ২৫০ কিলোমিটার ড্রাইভিং করা যাবে। এই মডেলের ব্যয়বহুল গাড়িটি একবার চার্জ করলে ৩১৫ কিলোমিটার পর্যন্ত চলবে।

Comments

The Daily Star  | English

‘Allah, heal my father’: A child’s last prayer and a family’s plea for justice

Tanvir, 8, died at DMCH after losing all four limbs; parents allege a misdiagnosis in Bhola

1h ago