৩৪৫ কোটি রুপি পেতে পারেন টুইটারের সাবেক সিইও পরাগ আগরওয়াল

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার থেকে সদ্য বরখাস্ত হওয়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল আনুমানিক ৪২ মিলিয়ন ডলার বা ৩৪৫ কোটি রুপি পেতে পারেন।
পরাগ আগরওয়াল
পরাগ আগরওয়াল। ছবি: এএফপি ফাইল ফটো

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার থেকে সদ্য বরখাস্ত হওয়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল আনুমানিক ৪২ মিলিয়ন ডলার বা ৩৪৫ কোটি রুপি পেতে পারেন।

আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টুইটার আগে জানিয়েছিল যে, যদি প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণভার পরিবর্তনের এক বছরের মধ্যে পরাগ আগরওয়ালকে বরখাস্ত করা হয় তাহলে তিনি এই পরিমাণ অর্থ পেতে পারেন।

এই অর্থের মধ্যে থাকবে তার মূল বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা।

পরাগ আগরওয়াল টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ছিলেন। গত বছর নভেম্বরে তাকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী করা হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সে বছর টুইটার থেকে পরাগ ৩০ মিলিয়নের বেশি আর্থিক সুবিধা পান। এর বড় অংশটি এসেছিল ছিল প্রতিষ্ঠানটির শেয়ার হিসেবে।

আইআইটি বোম্বে ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরাগ ১০ বছরের বেশি সময় আগে টুইটারে যোগ দিয়েছিলেন। তখন এর কর্মী সংখ্যা এক হাজারের কম ছিল।

গতকাল বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল ও প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালকে বরখাস্ত করেন।

Comments