যুক্তরাজ্যে ফেসবুক-ইনস্টাগ্রামে পেইড ভেরিফিকেশন চালু

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে ভেরিফিকেশন পরিষেবা চালু করেছে মেটা।

বিবিসি জানায়, পেইড ভ্যারিফিকেশনের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মাসে ৯.৯৯ পাউন্ড (প্রায় ১৩০০ টাকার বেশি) খরচ করতে হবে। তবে প্রোফাইল নেমের পাশে কাঙ্ক্ষিত ব্লু টিক পাওয়া যাবে।

পরিষেবাটি পেতে গ্রাহকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং একটি সরকারি আইডি আপলোড করতে হবে।

যুক্তরাজ্যে গ্রাহকরা ভেরিফায়েড হওয়ার জন্য নিবন্ধন করতে শুরু করেছেন। নিবন্ধনের পর তারা 'ওয়েটলিস্টে' থাকবেন। মেটার কাছ থেকে এ বিষয়ে একটি নোটিফিকশনের পাওয়ার পর কয়েকটি ধাপ শেষে প্রোফাইলটি শিগগিরই ব্লু টিক পাবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পেইড ভ্যারিফিকেশন সেবা চালু হয়েছে।

পেইড সার্ভিসের গ্রাহকদের 'প্রো-অ্যাক্টিভ নিরীক্ষণ' সেবা দেবে ফেসবুক। ফলে কেউ খুব সহজে তাদের নাম ব্যবহার করে ভুয়া প্রোফাইল তৈরি করতে পারবে না।

কোনো সমস্যা দেখা দিলে গ্রাহকরা সরাসরি কাস্টমার কেয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সাধারণ গ্রাহকরা এমন সেবা পান না। তাদের সামান্য সমস্যাতেও দীর্ঘ অপেক্ষা করতে হয়।

পেইড সেবার গ্রাহকদের পোস্ট, ছবি ও ভিডিও সাধারণ গ্রাহকদের চেয়ে বেশি ভিউ পাবে এবং সার্চ রেজাল্ট, ফেসবুকের ধারা বর্ণনা ও সুপারিশে তাদের কন্টেন্ট প্রাধান্য পাবে।

এছাড়াও পেইড গ্রাহকদের নতুন ও সৃজনশীল সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেটা। তবে এসব সেবার বিস্তারিত এখনো জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

2h ago