জগন্নাথ হল থেকে লেদার ইনস্টিটিউটের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জগন্নাথ হল। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে অমিত সরকার (২৪) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি ঢাবির ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে অমিতকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অমিতের রুমমেট সজিব মিত্র দ্য ডেইলি স্টারকে জানান, তারা ঢাবির জগন্নাথ হলের ৪০১১ নম্বর কক্ষে থাকতেন। অমিত রাতে অনেক দেরি করে ঘুমাতো এবং অনেক দেরি করে ঘুম থেকে উঠতো। গতরাতেও দেড়টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। এরপর আজ সকাল সাড়ে ১০টার দিকে অমিতকে ডাকতে গিয়ে তার শরীর ঠান্ডা পান। এরপর অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে অন্যান্য রুমমেটদের সঙ্গে করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া অমিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, মৃত অবস্থায় ওই শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অমিতের বাড়ি যশোর কোতয়ালী থানার বালিয়াঘাট গ্রামে। তার বাবার নাম চিত্তরঞ্জন সরকার।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাহাবউদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, রুমমেটের কাছ থেকে জানা গেছে অমিত রাতে ঘুমিয়ে ছিল। সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে, ওই শিক্ষার্থীর স্বজনরা কেউ হাসপাতালে নেই। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Comments

The Daily Star  | English
zubuyer

Bangladeshi photographer captures stunning nebulae with self-made telescope

Astrophotographer Zubuyer Kaolin captures a stunning Orion Nebula image with a self-built telescope

1h ago