প্রতারণা মামলায় রাবির ২ শিক্ষার্থী গ্রেপ্তার

প্রতারণা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

প্রতারণা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন-বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিব খান ও রেজওয়ান আহমেদ। 

ডেপুটি কমিশনার রফিকুল ইসলাম জানান, ওই দুই শিক্ষার্থীকে আজ ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে।

তিনি বলেন, 'প্রতারণা সংক্রান্ত একটি মামলায় ডিএমপির সিটিটিসি বিভাগের একদল পুলিশ গত রোববার রাজশাহী থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।'

এদিকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ওই ২ শিক্ষার্থীকে আদালতে হাজির করা হলে, আদালত তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, 'ইমো হ্যাক করে অর্থ আদায়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।' 

রেজওয়ানের ভাই মেরাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'শনিবার রাতে যশোরের বাড়ি থেকে রেজওয়ান রাজশাহী যান। রোববার সকালে আমার ভাই ও শাকিবকে ৬ জনের একটি দল নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে নিয়ে যায়। কেন তারা তাদের নিয়ে যায় সে বিষয়ে কিছু জানায়নি।'

মেরাজুল বলেন, বিষয়টি তিনি চন্দ্রিমা থানায় জানালেও পুলিশ তাকে কিছু জানাতে পারেনি।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি এমরান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে  তিনি ডেইলি স্টারকে বলেন, তারা এ ঘটনা সম্পর্কে জানেন না।

এ প্রসঙ্গে রাবি প্রক্টর আসাবুল হক সাংবাদিকদের বলেন, 'ঢাকার আইন প্রয়োগকারী সংস্থার একটি দল বিকাশ জালিয়াতির মামলার তদন্ত করতে গিয়ে তাদের আটক করে ঢাকায় নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।'

Comments