ঢাবির এমফিল প্রোগ্রামে আবেদনের বিস্তারিত

ঢাবি। ফাইল ছবি: সংগৃহীত
ঢাবি। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনলাইনে আবেদন চলছে।

যেভাবে আবেদন করতে হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করতে হবে। তত্ত্বাবধায়কের অধীন ও মাধ্যমে এমফিল গবেষণার জন্য আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন।

ফরমের দাম

ভর্তি ফরমের ফি বাবদ এক হাজার টাকা ৩০ জানুয়ারির মধ্যে জনতা ব্যাংকের টিএসসি শাখায় জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে একই দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদন ফির টাকা জমার রশিদের মূল কপি, সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। এ ছাড়া গবেষণার একটি রূপরেখা (Synopsis) জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা

পাবলিক বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতক (সম্মান) মাস্টার্স ডিগ্রি অর্জন করে থাকলে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা সরাসরি এমফিল প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

এমবিবিএস/ সমমান ডিগ্রিধারী প্রার্থীরা তাদের ডিগ্রির সঙ্গে সম্পর্কযুক্ত বিভাগে আবেদন করতে পারবেন। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি এবং জিপিএর নিয়মে পাঁচের মধ্যে তিন দশমিক পাঁচ ও সিজিপিএ চারের মধ্যে তিন থাকতে হবে।

প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত ও হিজড়া প্রার্থীদের ক্ষেত্রে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং সিজিপিএ পদ্ধতিতে পাঁচের মধ্যে তিন এবং চারের মধ্যে দুই দশমিক পাঁচ থাকতে হবে।

বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তির ক্ষেত্রে আবেদনপত্র গ্রহণের আগে তাদের অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমতা নিরূপণ কমিটির আহ্বায়কের (ডিন, ফার্মেসী অনুষদ, মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন সংলগ্ন) কাছে আবেদন করতে হবে।

চাকুরিরত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের অনাপত্তিসহ ১ (এক) বছরের ছুটি নিয়ে এমফিল প্রোগ্রামে যোগদান করতে হবে। যোগদান পত্রের সঙ্গে ছুটির অনুমোদন পত্র জমা দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক্ষেত্রে ছুটি নেয়ার প্রয়োজন নেই। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে গবেষণায় যোগ দিতে হবে। ভর্তি ফি জমা দেয়ার তিন মাসের মধ্যে ছুটির অনুমোদনপত্র জমা না দিলে রেজিস্ট্রেশনের বিষয় বিবেচনা করা হবে না।

আবেদনকারী যদি কোনো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে অথবা গবেষণামূলক প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, সেক্ষেত্রে বিভাগের/ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কমিটি ও সংশ্লিষ্ট অনুষদ সভার সুপারিশের ভিত্তিতে অ্যাকাডেমিক পরিষদ তা শিথিল করতে পারে।

আবেদন শেষ কবে

৩০ জানুয়ারি পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে

ফরমের জন্য ক্লিক করুন এখানে

 

Comments

The Daily Star  | English

Democracy can’t do without a free press

Political parties have stressed their commitment to ensuring press freedom, recognising it as essential for democracy and good governance, and warning that its absence leads to fascism.

8h ago