চোখে আঘাত পাওয়া রাবির ৩ শিক্ষার্থীকে ঢাকায় আনা হচ্ছে
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চোখে আঘাত পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে ঢাকায় আনা হচ্ছে।
এই শিক্ষার্থীরা হলেন- মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের আলিমুল ইসলাম, ফারসি বিভাগের শেষ বর্ষের মিসবাউল ইসলাম ও আইন বিভাগের তৃতীয় বর্ষের আল আমিন।
এদের সবাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত শনিবারের সংঘর্ষে আহতদের মধ্যে মোট ৬ জন শিক্ষার্থীকে হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়। ওই দিন রাতেই তাদের চোখে অস্ত্রপ্রচার করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এদের মধ্যে ৩ জনের চিকিৎসা রাজশাহীতে সম্ভব নয়। এ জন্য তাদের ঢাকার চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে। আমরা তাদের এখান থেকে ডিজচার্জ করে দিয়েছি।'
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে এই ৩ শিক্ষার্থীর চিকিৎসা চলবে বলেও জানান এফ এম শামীম আহাম্মদ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই ৩ শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করা হবে।
এ ছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম আবার চালু হবে বলেও জানান উপাচার্য।
Comments