সমাবেশের জন্য ছাত্রলীগকে ৪ বাস বরাদ্দ দিল জাবি প্রশাসন

ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত 'শান্তি সমাবেশে' যোগ দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগকে ৪টি বাস বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস। ফাইল ছবি। সংগৃহীত

ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত 'শান্তি সমাবেশে' যোগ দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগকে ৪টি বাস বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর সংলগ্ন সড়ক থেকে সমাবেশের উদ্দেশে রওনা দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বাসে প্রায় ৫০০ নেতাকর্মী সমাবেশের উদ্দেশে রওনা দেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, 'আমরা রিকুইজিশনের নিয়ম মেনেই গাড়িগুলোতে এসেছি।'

বিশ্ববিদ্যালয়ের বাস বরাদ্দ করে রাজনৈতিক সমাবেশে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জাবি পরিবহন অফিসের পরিচালক মো. আওলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাস বরাদ্দ চেয়ে আবেদন করেন। তার আবেদন ফর্মে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের সুপারিশ ছিল। প্রক্টরের সুপারিশ থাকলে আমরা বরাদ্দ না দিয়ে পারি না। আবেদনের প্রেক্ষিতে ৪টি দোতলা বাস বরাদ্দ দেওয়া হয়েছে।'

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'এটা নতুন কিছু নয়। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলগুলো অনুষ্ঠান বা কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয়ের বাস বরাদ্দ নিয়ে থাকে।'

Comments