হেলমেট পরে লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত অন্তত ৫০

কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা
হেলমেট পরে লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ দুপুর ১টা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

পরে বিকেল ৩টায় একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ।

ঢাবি ভিসি চত্বরে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। ছবি: প্রবীর দাশ/স্টার

বিকেল সাড়ে ৩টার দিকে রাজু ভাস্কর্যের সামনে কোটা আন্দোলনকারী নেতারা মাইকে ঘোষণা করে বলেন, 'আমাদের ওপর যদি আক্রমণ হয়, তাহলে আমরা পাল্টা আক্রমণ করব। আমরা পিছু হাঁটব না।'

ছবি: প্রবীর দাশ/স্টার
ছবি: প্রবীর দাশ/স্টার

পরে মাইকিং করে শিক্ষার্থীদের ভিসি চত্বর এলাকায় যেতে বলা হয়।

ভিসি চত্বরের সামনেই সাড়ে ৩টা থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছবি: প্রবীর দাশ/স্টার

বিকেল ৩টা ৫০ মিনিটে ধাওয়া দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, যে বাড়াবাড়ি তারা করছে, সুস্পষ্ট করে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে বলছি তারা সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘনকারীদের কীভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয়, ছাত্রলীগের তা জানা আছে।

Comments

The Daily Star  | English

Logistics not yet ready for post-LDC graduation needs

Lack of efficient logistics poses threat to Bangladesh's export competitiveness, speakers say

14h ago