শহীদুল্লাহ হলের গেটে পুলিশ-ছাত্রলীগের অবস্থান

পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের গেটে অবস্থান নিয়েছে পুলিশ ও ছাত্রলীগ।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে হলের সামনে গিয়ে দেখা যায়, সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে সেখানে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মীকে দেখা যায়।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে শহীদুল্লাহ হলের ভেতরে মিছিল করছিল আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরে হল সংলগ্ন এলাকায় গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা হলে ঢোকার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে হল লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এসময় হল থেকে শিক্ষার্থীরা বাইরে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা পিছু হটে। 

পরে দোয়েল চত্বরের দিক থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গেলে, তাদের সঙ্গে হলের গেটে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

হলের ভেতর থেকে শিক্ষার্থীরা তখনও স্লোগান দিচ্ছিল। এতে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

শহীদুল্লাহ হলের কয়েকজন শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে জানায়, ছাত্রলীগ পিছু হঠার পর পুলিশ আসে। পরে তারা একসাথে হলের গেটে আসে। ছাত্রলীগ ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় কোনো পুলিশকে কিছু করতে দেখা যায়নি।

 

Comments