কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে প্রতীকী চেয়ারে আগুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা উপাচার্যের প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ করেছেন।
আজ শনিবার বিকেল ৫টার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হন এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে গিয়ে শেষ হয় 'দুর্বার বাংলা' চত্বরে। সেখানে তারা ভিসির প্রতীকী একটি চেয়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, বর্তমান উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছে। তাই অবিলম্বে নতুন উপাচার্য নিয়োগ করে ক্যাম্পাসে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা দাবি করেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে তাদের বিক্ষোভ মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করেছে। অপরদিকে ছাত্রদল দাবি করে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির হামলা করেছে। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস বর্জন করেন এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ, ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবিতে আন্দোলন করেন।
২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ঢাকায় প্রধান উপদেষ্টার কাছে তাদের ছয় দফা দাবি লিখিত আকারে জমা দেন। পরে ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ সময় প্রশাসন ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি ঘোষণা করে।
Comments