ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কারের দিকে মনোনিবেশ করব: উমামা ফাতেমা

ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক খাতের বড় ধরনের সংস্কারের দিকে মনোনিবেশ করবেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা।
দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্ভাবনা, ডিপার্টমেন্টগুলোর সম্ভাবনা, গবেষণার আরও উৎকর্ষ ও উন্নতি ঘটানো এবং নলেজ শেয়ারিংয়ের পরিবেশ গড়ে তোলা আমার মূল উদ্দেশ্য। একইসঙ্গে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক, পড়াশোনার সঙ্গে চাকরির বাজারের সম্পর্ক নিয়ে কোনো কাজ হয়নি।'
'আমি চাই এ বিষয়টা নিয়ে কাজ করতে। সব মিলিয়ে আমি ডাকসুর ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বড় ধরনের একাডেমিক সংস্কারের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করব,' বলেন তিনি।
তাদের 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল' কোনো রাজনৈতিক প্যানেল নয় বলে উল্লেখ করেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা। বলেন, 'কোনো ধরনের দলীয় এজেন্ডার বাইরে শুধু শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে কাজ করতেই এই প্যানেল আমরা গঠন করেছি। আমাদের মূল চিন্তা ছিল ক্যাম্পাসের একাডেমিক পরিবেশ ঢেলে সাজানো এবং ক্যাম্পাসে সব মতের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা।'
তিনি বলেন, '৫ আগস্টের আগে ক্যাম্পাসে অসংখ্য আন্দোলনের সঙ্গে এবং শিক্ষার্থীবান্ধব অনেক ধরনের কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম। একইসঙ্গে পড়াশোনাও ভালোভাবে চালিয়ে গেছি। আমি চেষ্টা করেছি পড়াশোনা ও রাজনীতির মধ্যে একটা ব্যালান্স তৈরির।'
উমামা বলেন, '৫ আগস্টের পর দেশ যখন একটা ক্রাইসিসে, তখনও আমি ২৪ এর ছাত্র আন্দোলনের মুখ হিসেবে আহতদের চিকিৎসা থেকে শুরু করে সরকারের দায়বদ্ধতার বিষয়গুলোকে তুলে ধরতে চেষ্টা করেছি।'
'এখন আমি আমার বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে চাই। ক্যাম্পাসের যেসব সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছি, সেগুলো নিয়ে কাজ করে যেতে চাই। সম্প্রতি আমাদের বিজ্ঞান সংগঠন থেকে আমি সায়েন্স-ফেস্ট করেছি। ক্যাম্পাসের স্বায়ত্বশাসন, হল রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ দলীয়করণ শুরু হয়েছে, সেটা থেকে উত্তরণ ঘটাতে চাই,' বলেন উমামা।
ছাত্র ফেডারেশনের সাবেক এই নেত্রী বলেন, 'স্বাধীনতার পর ডাকসুতে কোনো নারী শিক্ষার্থী ভিপি পদে নির্বাচিত হতে পারেননি। আমি মনে করি নারীদের নিরাপত্তা সমস্যা, ক্যাম্পাসে তাদের অধিকারের প্রশ্ন সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারে নারীরাই। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে আমরা দেখেছি যে ক্যাম্পাসে যেকোনো আন্দোলনের সম্মুখভাগে নারীরাই থাকেন, কিন্তু যখন অধিকারের বিষয় আসে তখন নারীরা পেছনে পড়ে যায়।'
তিনি বলেন, 'নারীদের আবাসন সমস্যা আছে, বৃত্তি নিয়ে সমস্যা আছে, অনাবাসিক নারী শিক্ষার্থীদের কিছু সমস্যা আছে। আমি মনে করি নারী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তারা আমাকে ভোট দেবেন।'
নির্বাচনের প্রচার-প্রচারণার পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে বলে মন্তব্য করেছেন উমামা। তবে কিছু শঙ্কাও প্রকাশ করেছেন। 'বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু নির্বাচন অনুষ্ঠান নিয়ে কিছু সমস্যা রয়ে গেছে। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা খুবই কম। এতে ভোটের দিন সব ভোটারের ভোটদান নিয়ে একটা শঙ্কা আছে। অন্যদিকে অনলাইনে যেভাবে সাইবার হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে, সেটা নিয়ে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি,' বলেন তিনি।
'এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটি সাজাতে আমাদের অনেক কাজ করতে হয়েছে। চেষ্টা করেছি সাধারণ শিক্ষার্থীদের ভেতর থেকে প্রার্থী বাছাই করতে, ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি যেন ডাকসুতে যেতে পারে, সেটা মাথায় রেখে এই প্যানেল তৈরি করেছি। এ কারণে মনে করি শিক্ষার্থীরা রাজনৈতিক দলের বাইরে গিয়ে যদি ডাকসুর প্রতিনিধি নির্বাচন করতে চায়, শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তাহলে তারা আমাদের প্যানেলকেই খুঁজে নেবেন,' বলেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
Comments