থমথমে চবি, ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের পর এখনো ক্যাম্পাস এবং ২ নম্বর গেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় আগামী তিনদিন বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
কিন্তু বিভাগীয় সিদ্ধান্ত ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হলে পরীক্ষা নেওয়া যাবে। এছাড়া ক্লাস চালু রাখা যাবে।
তবে ক্লাস চালু রাখার ঘোষণা থাকলেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন না। শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী আনাম চৌধুরী বলেন, 'আমাদের অনেক ভাই আহত হয়ে হাসপাতালে আছে। তাদের রেখে আমরা কিভাবে ক্লাস-পরীক্ষায় অংশ নেব? দোষীরা শিক্ষার্থী হোক বা এলাকাবাসী, দ্রুত বিচারের আওতায় এনে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।'
রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম চয়ন জানান, হলের শিক্ষার্থীরা চাইলে ক্লাস করতে পারে, কিন্তু যারা বাইরে থাকেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই কেউই ক্লাস বা পরীক্ষায় যোগ অংশ নিচ্ছেন না।

এরই মধ্যে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় মামলা করেছে। তবে মামলার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, 'মামলা করা হয়েছে। বিস্তারিত জানতে কিছুটা সময় লাগবে।'
উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন বলেন, 'কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়েছে কিনা, সে তথ্য এখনো আমার কাছে নেই। বিকেলের দিকে এই জানতে পারব।'
এর আগে, গত রোববার চবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৪০০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Comments