চবিতে বারবার সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের ১২ দফা দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বারবার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ১২ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
তাদের দাবি, সাম্প্রতিক সংঘর্ষে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আবাসন সমস্যার সমাধান ও প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও প্রক্টরিয়াল অফিসের সামনে শিক্ষার্থীরা সমবেত হয়ে এসব দাবি জানান।
তারা অভিযোগ করেন, বারবার হামলার শিকার হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, 'সাম্প্রতিক সংঘর্ষের পর জোবরা গ্রামের অনেক শিক্ষার্থী এখনো ফিরতে পারছেন না। প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী এখনো আহত অবস্থায় হাসপাতালে আছে। আহতদের সু-চিকিৎসা ছাড়া ক্লাস-পরীক্ষায় ফেরার কোনো প্রশ্নই আসে না। প্রক্টরিয়াল বডির উদাসীনতা আমরা মেনে নেব না।'
আইন বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন বলেন, 'তিন দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। সিন্ডিকেটে নানা সিদ্ধান্ত নেওয়া হলেও এগুলো শুধু লোক দেখানো। সংঘর্ষ শুরুর পর থেকেই প্রক্টরিয়াল বডিকে ফোন করা হলেও তারা আমাদের নিরাপত্তা দেয়নি, বরং আমরা নিজেরাই হামলাকারীদের মুখোমুখি হয়েছি।'
ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, 'আমাদের পরীক্ষার মৌসুম চলছে, কিন্তু অনেকে পরীক্ষায় অংশ নিতে পারছে না। যদি জরুরি হটলাইন থাকতো তবে ঘটনা এতদূর গড়াত না। প্রশাসনের নিরাপত্তা বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে হবে। আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনা চাকসু নির্বাচন বানচালেরও অংশ হতে পারে।'
এদিকে আজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, ধীরে ধীরে শিক্ষার্থীরা ক্লাসে ফেরা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোও নিয়মিত হওয়া শুরু করেছে।
এ বিষয়ে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্বাভাবিক নিয়মে চলবে।
Comments