ঢাবি ভর্তি পরীক্ষা: ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

এই ইউনিটে মোট পরীক্ষা দিয়েছেন ৩৮ হাজার ২৩৫ জন। তাদের মধ্যে পাস করেছেন ৪ হাজার ৫২৬ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ব্যবসায় শিক্ষা' ইউনিটে স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল প্রকাশ করেন৷

ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

এই ইউনিটে মোট পরীক্ষা দিয়েছেন ৩৮ হাজার ২৩৫ জন। তাদের মধ্যে পাস করেছেন ৪ হাজার ৫২৬ জন।

ঢাবির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) গিয়ে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিলে ফলাফল জানা যাবে। এ ছাড়াও, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে 'DU BUS <roll no>' টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

Comments