প্রায় ৩ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগ নেতাকর্মীরা অবরোধ তুলে নেওয়ায় প্রায় ৩ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার রাতে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বিএনপি ও জামায়াত-শিবিবের নৈরাজ্যের প্রতিবাদে বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করে জাবি ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতাকর্মীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।'
এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
এদিকে, যাত্রী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রলীগ নেতাকর্মীরা বেঞ্চ ফেলে মহাসড়কের উভয় লেন অবরোধ করলে সড়কের উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সড়কে চলাচলরত কয়েক হাজার মানুষ। অনেক যাত্রীকে পায়ে হেটে গন্তব্যে যেতে দেখা গেছে।
Comments