পটুয়াখালী

ছাত্রলীগের হামলায় যুবদল-ছাত্রদলের ৩ নেতাকর্মী আহতের অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালীতে ছাত্রলীগের হামলায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় জেলা যুবদল কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলা শাখা যুবদল সভাপতি রিমাইনুল ইসলাম রিমু, পৌর যুবদল সদস্য মনির শুভ ও জেলা ছাত্রদল সভাপতি শফিউল বাশার। তারা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

পটুয়াখালী জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফের নেতৃত্বে এই হামলা হয়েছে।'

তিনি বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার সকাল ১০টায় দেশব্যাপী বিএনপির পদযাত্রা কর্মসূচি রয়েছে। ওই কর্মসূচি সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করার জন্য জেলা যুবদল অফিসের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা ওই ৩ নেতাকর্মীর ওপর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল যুবক হামলা চালায়। পরে দলীয় নেতাকর্মীরা আহত ৩ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আগামীকালের কর্মসূচি বানচাল করার জন্য এ হামলা চালানো হয়েছে।'

তবে হামলার বিষয় অস্বীকার করে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ ডেইলি স্টারকে বলেন, 'ওই হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ।'

এ বিষয়ে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, 'এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
 

Comments

The Daily Star  | English

Govt to expedite hiring of 40,000 for public sector

The government has decided to expedite the recruitment of 6,000 doctors, 30,000 assistant primary teachers, and 3,500 nurses to urgently address the rising number of vacancies in key public sector positions.

8h ago