দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৬

বন্যার পানিতে শিশুদের ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। ছবি: দিলীপ রায়/স্টার

আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় আরও একজনের মৃত্যুতে দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুসারে, সর্বশেষ মৃত্যু বন্যার পানিতে ডুবে হয়েছে। ১৭ মে থেকে ২০ জুলাই পর্যন্ত মোট মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

এছাড়া এ সময়ের মধ্যে প্রায় ২১ হাজার ৮৪৩ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯৯ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।

নিহতদের মধ্যে সিলেটে ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

বন্যা কবলিত ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩টি, রংপুর বিভাগে ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কুড়িগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা, যেখানে যথাক্রমে ১৩, ১১, ১০ ও ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

2h ago