বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকার খাবার-পানি দেবো: অনন্ত জলিল

অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

সিলেটের বন্যা দুর্গতদের জন্য ৩০ লাখ টাকা অনুদান দেবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী, প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।

সোমবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় অনন্ত জলিল বলেন, 'আমি এখন ব্যবসায়িক কাজে থাইল্যান্ড আছি। সিলেটের বন্যা দুর্গতদের জন্য আমার কয়েকটি রেস্কিউ টিম পানিবন্দিদের উদ্ধারের জন্য কাজ করবে। তারা দুর্গতদের বোট, ডিজেল, মোমবাতি সব দেবে।'

'পাশাপাশি ৩০ লাখ টাকার খাবার-পানিসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে,' বলেন তিনি।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, 'সিলেটের বন্যার ভয়াবহতার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বছর ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১-২টা গরু কোরবানি দেবো।'

অনন্ত জলিল আরও জানান, কোরবানির বাকি টাকা নিয়ে তিনি বন্যার্তদের পাশে দাঁড়াবেন।

দিন: দ্য ডে সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

'শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং আমার দিন: দ্য ডে সিনেমা থেকে যে অর্থ আসবে সেই টাকা, এ সব কিছু নিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো', বলেন তিনি।

আগামী ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে অনন্ত জলিল অভিনীত "দিন: দ্য ডে"।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এতে অনন্ত জলিলের বিপরীতে বরাবরের মতো অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

5m ago