জুলাইয়ে রপ্তানি আয় ১৫ শতাংশ বেড়ে ৩.৯৮ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
export_3sep21.jpg

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাইয়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারের চেয়ে এক দশমিক ৬৫ শতাংশ বেশি আয় হয়েছে।

মূলত পোশাকখাতের চালান বৃদ্ধির কারণে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। এই খাত জাতীয় রপ্তানিতে ৮৪ শতাংশ অবদান রাখে।

আগের বছরের একই সময়ের চেয়ে জুলাইয়ে পোশাকখাতে রপ্তানি ১৬ দশমিক ৬১ বেড়ে ৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার হয়েছে বলেও জানিয়েছে ইপিবি।

Comments