স্বর্ণের দাম কমবে

আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বৈধ পথে স্বর্ণ আমদানি উৎসাহিত করা ও স্বর্ণ চোরাকারবার বন্ধ করতে স্বর্ণ আমদানিতে বিদ্যমান অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে কমবে স্বর্ণের দাম।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব উপস্থাপন করেন।

তিনি জানান, স্বর্ণখাতকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর অধীনে পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করতে ২০১৮ সালে সরকার স্বর্ণ আমদানি নীতিমালা প্রণয়ন করে।

এ নীতিমালা প্রণয়নের পর সরকারি নিয়মনীতি অনুসরণ করে বেসরকারি পর্যায়ে উদ্যোক্তা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'দেশে বৈধ পথে স্বর্ণ আমদানি উৎসাহিত করা এবং স্বর্ণ চোরাকারবার বন্ধ করতে স্বর্ণ আমদানিতে বিদ্যমান অগ্রিম কর বিলোপের প্রস্তাব করছি।'

এতে জুয়েলারি শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে এবং সরকারের কর রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago