হোটেল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার আসছে করের আওতায়

স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী ২০২২-২৩ অর্থবছর থেকে হোটেল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও পরিবহন সংস্থাগুলোকে উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠান হিসেবে আনার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট পেশকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, 'আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনীতির আনুষ্ঠানিকীকরণ, ব্যবসায় কর পরিপালন সহজীকরণ জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অভীষ্ট।'

এই লক্ষ্যে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে হোটেল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও পরিবহন সংস্থাগুলোকে উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠান হিসেবে আনার প্রস্তাব।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

11h ago