ভারতের স্টিলমিন্ট গ্রুপের প্রতিনিধি দল আসছে শনিবার

চট্টগ্রামের রেডিসন-ব্লু বে ভিউতে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক স্টিল ও র-মেটেরিয়ালস কনফারেন্স 'উদীয়মান বাংলাদেশ ২০২২'।
এতে বাংলাদেশসহ ২৫টি দেশের ৫০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেবেন। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে স্টিলমিন্ট গ্রুপ এ কনফারেন্সের আয়োজন করছে।
কনফারেন্সের প্রস্তুতি উপলক্ষে ভারতের স্টিলমিন্ট গ্রুপের পরিচালক সুমিত আগরওয়ালের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী শনিবার বাংলাদেশে সফরে আসছে।
কনফারেন্সের অগ্রগতি পর্যবেক্ষণসহ দেশের সব স্টিল এসোসিয়েশনস এবং শিল্প মালিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন সুমিত আগরওয়াল।
আয়োজকরা জানান, জার্মানি, অস্ট্রেলিয়া, তুরস্ক, ভারত, অস্ট্রিয়া, তাইওয়ান, চীন, জাপান,আমেরিকা ও বাংলাদেশসহ ২৫টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। এ ছাড়া, দেশের শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যমিলি, বিএসআরএম, জিপিএইচ ইস্পাত, কেডিএস গ্রুপ, গোল্ডেন ইস্পাত, রহিম স্টিল, আনোয়ার ইস্পাত, বসুন্ধরা স্টিলসহ অনেকগুলো প্রতিষ্ঠানের এতে অংশগ্রহণের কথা রয়েছে।
Comments