যেসব সিনেমা প্রত্যাখ্যান করেছিলেন সুশান্ত

সুশান্ত সিং রাজপুত। ছবি: সংগৃহীত

আজ সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৪ জুন রহস্যজনক মৃত্যু হয়েছিল এই অভিনেতার। মৃত্যুর আগে মাত্র ৭ বছরের বেশি দীর্ঘ হয়েছিল তার অভিনয় জীবন। তবে, অভিনেতা হিসেবে তিনি তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। টিভি থেকে ফিচার ফিল্ম সবক্ষেত্রেই ছিলেন দুর্দান্ত। তিনি কাই পো চে, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কেদারনাথ এবং ছিছোড়েতে দারুণ অভিনয় করেন।

সংক্ষিপ্ত অভিনয় জীবনে সুশান্ত সিং রাজপুত কিছু চলচ্চিত্র প্রত্যাখ্যান করেন, যে সিনেমাগুলো সুপারহিট হয়েছিল। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সেই সিনেমাগুলোর তথ্য জেনে নিন।

রাম লীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্তের সময় মুম্বাই পুলিশ যখন সঞ্জয় লীলা বানশালীকে জিজ্ঞাসাবাদ করেন তখন এই তথ্য সামনে আসে। তখন জানা যায়, সুশান্ত এই পরিচালকের ৩টি প্রধান চলচ্চিত্র - রাম লীলা, বাজিরাও মস্তানি এবং পদ্মাবত প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, সুশান্তের হাতে পর্যাপ্ত সময় ছিল না। পরে এসব সিনেমাতে রণবীর সিং অভিনয় করেন এবং রণবীরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

হাফ গার্লফ্রেন্ড

২০১৫ সালে চেতন ভগত টুইট করেছিলেন, সুশান্ত হাফ গার্লফ্রেন্ডের একটি অংশে হতে যাচ্ছেন। এই লেখকের উপন্যাস থেকেই সিনেমাটি তৈরি হয়। তবে, শেষ পর্যন্ত সুশান্তকে অর্জুন কাপুরের স্থলাভিষিক্ত করা হয়েছিল। কারণ, শিডিউল দ্বন্দ্বের কারণে সুশান্ত সিনেমাটি থেকে সরে যান।

ফিতুর

অভিষেক কাপুরের ফিতুর সিনেমার নূরের চরিত্রে অভিনয়ের জন্য সুশান্তই প্রথম পছন্দ ছিলেন। তবে, শুটিং শুরুতে বিলম্ব এই অভিনেতাকে সিনেমাটি থেকে সরে যেতে বাধ্য করেছিল। এরপর তার জায়গায় আদিত্য রায় কাপুরকে নেওয়া হয়।

হাসে তো ফাসে

অনুরাগ কাশ্যপ জানান, তার প্রযোজনা হাসে তো ফাসের জন্য তিনি পরিণীতি চোপড়ার পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু, তখন সুশান্ত যশরাজ ফিল্মের সঙ্গে ৩টি সিনেমাতে চুক্তি স্বাক্ষর করেন এবং শুদ্ধ দেশি রোমান্সের জন্য হাসে তো ফাসে প্রত্যাখ্যান করেন। পরে তার জায়গায় সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেন।

মুক্কাবাজ

২০১৬ সালে 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' মুক্তির আগে অনুরাগ কাশ্যপ আবার সুশান্তকে মুক্কাবাজ সিনেমাতে অভিনয়ের প্রস্তাব দেন। তবে এই চলচ্চিত্র নির্মাতা জানান, ধোনি হিট হওয়ার পর সুশান্ত তাকে আর কখনো ফোন করেননি। পরে অনুরাগ বিনীত কুমার সিংকে নিয়ে মুক্কাবাজ করেন। আর সুশান্ত জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে করণ জোহরের ড্রাইভ সিনেমাতে অভিনয়ের সিদ্ধান্ত নেন।

সূত্র: বলিউড লাইফ

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

5h ago