রাশমিকা ‘কাছের মানুষ’, বললেন বিজয় দেবেরাকোন্ডা
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন আছে। করণ জোহরের শো কফি উইথ করণে এ বিষয়ে কথা বলেছেন বিজয় দেবেরাকোন্ডা।
পিঙ্কভিলা বলছে, রাশমিকা মান্দানাকে 'কাছের মানুষ' অভিহিত করে বিজয় দেবেরাকোন্ডা বলেন, আমরা একসঙ্গে দুটি সিনেমা করেছি এবং সে আমার কাছে একজন। আমি তাকে খুব পছন্দ করি। সে আমার খুব ভালো বন্ধু। সিনেমা করতে গিয়ে আমাদের একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।
বিজয় দেবেরাকোন্ডা আরও বলেন, আমি এমন কাউকে আঘাত করতে চাই না যে আমাকে ভালবাসে। এমন অনেক মানুষ আছেন যারা অভিনেতা হিসেবে আমাকে ভালবাসেন। তাদের দেওয়ালে, ফোনে আমার পোস্টার আছে। তারা আমাকে এত ভালবাসা এবং প্রশংসা করে যে, আমি তাদের মন ভাঙতে চাই না।
এদিকে, বিজয় দেবেরাকোন্ডা পুরী জগ্গনাধের লিগার দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন। অভিনেতাকে একজন এমএমএ যোদ্ধার ভূমিকায় দেখা যাবে। পুরী জগ্গনাধ পরিচালিত এই সিনেমাটি এ বছরের ২৫ আগস্ট পর্দায় মুক্তি পাবে।
Comments